
ব্লগ ডে এসেছে আবারও নেই শুধু সেইসব দিন
কত স্মৃতি ভাসছে তাই মম মনের মুকুরে।
কোথায় যে হারিয়ে গেল সেইসব প্রজাপতি দিন
রাত জাগা পাখিদের কলরব—রংধনু রঙিন
বর্ণিল ঝিলিমিল যেন তিমিরে সাত আকাশের তারা..
ব্লগ ডে এসেছে সময়ের পরিক্রমায়
সেইসব স্বর্ণালি দিনগুলি কী তবে হয়ে গেল লীন
অনেকের মনে থেকে—চিরতরে
নাকী ক্ষণে ক্ষণে আনমনে আজও দেয় দোলা
সেসব স্মৃতি সহসা যায় কি ভুল।। কী করে?
সেই সুপ্রিয় প্রতীক্ষা যা ছিল আমাদের ঘিরে
যেন অপার সম্ভাবনার মন্ত্র পড়ে অনতিদূরে দাঁড়িয়ে..
আহা সেই কাঙিক্ষত মিলন মেলা
হৃদয়ে বাংলাদেশ ধারণ করে স্বপ্নরঙিন খেলা
ব্লগ ডে অনন্য আজও তাই স্মৃতির সম্ভারে।
কত তারা ঝরে গেছে তবু হৃদয়ে গেঁথে আছে
আহা কত স্মৃতি কত নাম যেন স্বপ্নসম আনন্দঘন উদ্যান
বাঁধ ভাঙার আওয়াজে আজও মৃদঙ্গ যেন বাজে
দূর থেকে ক্রমাগত দূরে ইথারে …..
ছবি নেট থেকে।
শুভকামনা জানা আপু সহ সকল ব্লগার ।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



