
পুরাতন বৎসরের মতো
দূর হোক অতীত গ্লানি ব্যর্থতা আছে যতো
চিরতরে-
আর যেন নাহি আসে ফিরে
পুরাতন ক্ষত হে দূর হ দূর হ..
নতুন বৎসরের মতো হোক রাজসিক প্রত্যাবর্তন
কাঙ্ক্ষিত সাফল্যের সোনার হরিণ যেন পড়ে ধরা
আমাদেরই করে।
আর নহে মজলুমের আর্ত চিৎকার
গগণ বিদীর্ণ করে
জালিমের মসনদ যেন ভেঙে পড়ে
ভেঙে হয় খান খান যেমন তারা খসা।
সত্যের জয় যেন হয় সবখানে
আমরাও থাকি যেন সত্যের ধ্বজা ধরে।
বেহেশতের খুশবু আসে ঐ
স্রষ্টার বাণী থেকে
সত্যের সন্ধানী জন শুধু খুঁজে পায় তারে
সতত অনুসন্ধানী মনে।
না না ভ্রান্তি বিলাস আর নয়
সত্যের জয় যেন হয়
সর্বখানে
এই মম শুভ কামনা,
Happy New Year 2022
প্রিয়তমা বন্ধু সুহৃদ সর্বজনে।
ছবিঃ নেট থেকে।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


