
তুমি যেন লাজ রাঙা বউ—
তাই গোপনেই করো পাঠ
মোর লেখা কবিতা;
আর অদৃশ্য থেকে যাও
সব বেগানা চোখ থেকে ।
গোপনেই যে ভিজে যাও
মোর কলমের আচড়ে
সঙ্গোপনে তুমি পোয়াতি সুখ খুঁজে নাও
আনন্দ অশ্রু ঝরে পড়ে দুনয়নে —
তোমার মায়াবি জঠর থেকে
সৃজিত শিশু যেন— আমার কলমের কালি শুষে।
তুমি তাই সযতনে স্নেহের পরশ
বুলিয়ে দাও—নিরবে নিভৃতে ভালোবেসে যাও।
তুমি যে দিকবিজয়ী— নেপথ্য কারিগর
শত মানুষের ভীড়ে, প্রেমের নীড়ে
আবশ্যিক পাঠ্য কবিতা আতুড় ঘরে
ভোরের আলোর মতই প্রকাশিত হয়
তোমাকে ঘিরে।
পাঠক পাঠে তা মুগ্ধ বিমোহিত
তৃপ্তির ঢেঁকুর তুলে— আমাদের খুঁজে ফেরে
কল্পনায় স্বপ্নে —অপার বাস্তবতায়
তোমার আমার মিলন কাব্য
অনুভূতির ক্যানভাসে রচে যায় রোজ
মোরা যেন ধ্রুব তারা তাই নক্ষত্রে আকাশে।
পথহারা নাবিক করে যার করে সন্ধান
সতত প্রার্থনায়— গন্তব্যে পৌছতে হলে
নেই তার বিকল্প কোন
ক্ষণিকের মান অভিমানের বরফ কেটে কেটে
আমরা ছুটে চলি— আবেগ অনুভূতি মোদের
যেন তাই রঙিন প্রজাপতি।
ইচ্ছে ডানা মেলে—বলোনা ক্ষতি? কি ক্ষতি কী?
তোমার আমার সঙ্গম স্রষ্টার অনুমোদনে
বর্ষার আকাশে ভেসে থাকা মেঘ রাশি
যেমন বারিধারা হয়ে নেমে আসে ধরাতে
সোদা মাটির গণ্ধ মেখে হয় যেন সঙ্গম
সবুজের উল্লাসে—
মহেন্দ্র ক্ষণ হয় বিরচন ।
তাই সবার অগোচরে থেকে
তুমি যেন ঘোমটা টানা বউ আমার—
শতভাগ যেন কেবল তোমার অধিকারে..
------------------------------
সবাইকে অগ্রিম ঈদ মুবারক। সবাই আনন্দে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এই শুভকামনা । ঢঙ্গীও যেন ভালো থাকে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২২ দুপুর ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




