ঝম ঝম ছম ছম বৃষ্টি পড়ে
মুষলধারে, অবিরাম বারিধারা!
চুপটি করে ঘাপটি মেরে ঘরের কোণে
সতত কামনায় খুঁজি ওগো তোমারে!
এসো গো এসো না এমন লগনে
থেকো না আর দূরে রেখো না মোরে অনাদরে।
ধমকে চমকে বজ্রনিনাদে
ঐ ডাকে দেয়া কপট রাগে,
কদম কেয়া ফুটেছে ঢের আগে।
এবার ওঠো এবার ছুটো
কাঙ্ক্ষিত ঠিকানায় সঙ্গম সাধনায়
অযথা কালক্ষেপণ করো না।
ক্ষোভে যেন আকাশ ফেটে পড়ে
কেঁপে ওঠে পৃথিবী নিনাদে।
এসো গো এসো না প্রেমের অনুরণনে
চলো মেতে ওঠি দুজনে।
ওগো মোর চাতকী
শুনতে কী পাওনা?
ঝম ঝম ছম ছম
রিমঝিম শনশন সংগীত...
তুমি কী জান না তোমার কাঙ্ক্ষিত ঠিকানা
এসো গো এসো কাছে এসো না
এই অঘুর বর্ষণে মম বাহুডোরে..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




