রাত্রি গভীর হয় গভীরতর হয়
তোমাকে কাছে পাওয়ার আকূতি
আমি যেন রাতেই তোমাকে বেশী ভালোবাসি।
রাত দশটা থেকে ভোর
ব্যস্ত পৃথিবী থেকে মোর কাঙ্ক্ষিত অবসর।
এসময়ে যেন তোমাকেই শুধু কাছে চাই
যেমন করে অস্ত রবি গোধূলীর আলো মেখে
গায় অথৈ সাগরে ডুবে যায়..
ধমনী শিরায় ইন্দ্রে যেন শুধু তোমার বাস
তুমি আসবে কবে বলো এমন করে
নিশীথের প্রেম প্রেম খেলায় ?
এভাবেই ভেবে ভেবে কত দিন যে গেলো!
দিনে দিনে তোমার কতো পূঞ্জীভূত প্রেম আমার দেহে জমা
এখন করছো টা কী তুমি বলো ?
তুমি কী মেখেছো কাজল দুচোখে?
তুমি কী মেখেছো লিপস্টিক দুঠোঁটে?
আমায় ভেবে ভেবে কুসুম কলি কী আজও ফোঁটে তোমার বুকে?
তুমি কী এখন কাছে পেলে ভালোবেসে জড়িয়ে নেবে আমাকে ?
সত্যি করো বলো
গুজেছো কী রক্ত গোলাপ তোমার দীঘল চুলে
তুমি কী আজ ও আমায় ভেবে ভেবে
কাটিয়ে দাও সারারাত ঠিক আগেরই মতন।
একশো আটটি চুমো তোমার ঠোঁটে।
তোমার আমার প্রেমে রোজ রজনীগন্ধা ফোঁটে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




