
ইচ্ছে হয় তোমার কাছে যাই—
তোমার মাঝে যে অদ্ভুত শুশ্রুষা আছে
ইচ্ছে হয় তোমার কাছে যাই—
তোমার বুকে মাথা রেখে জলের কাছে নদীর কাছে
জলতরঙ্গের ঝিলিমিলি মেখে উতলা জোস্নায়
একান্ত ক্ষণ যা— তোমার কাছে পাওনা আমার সদাই
ওগো ষোলআনা, তোমায় বুঝে পাই।
ইচ্ছে হয় তোমায় সাথে লয়ে— বিশ্বজয়ের,
ইচ্ছে হয় তোমায় সাথে লয়ে
শ্রবণের নব ধারা জলে নেয়ে
রক্তজবাতুমি যেন আমি ভ্রমর তোমার ঠিকানায়;
চলনা এবার ভিজে যাই— অপ্রগলভ এক প্রেমে।
ইচ্ছে করে খুব তোমায় ভালোবেসে আজীবন
ইচ্ছে ডানায় ভর করে— করি উৎযাপন
আহা ইচ্ছে করে খুব তোমাকে কাছে পেতে
একান্তই আপন করে নিতে।
যেমন করে হংসমিথুন রোজ— বসন্তে বর্ষায় রাতে
ইচ্ছে করে খুব যেন তুমিই চলে এসো কাছে
মম বাহুডোরে, কাক ডাকা ভোরে অথবা শ্রাবণ সন্ধ্যায়
ভালোবাসি তোমাকে যে খুব তোমায় শুধু চাই—
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




