যদি কখনো আড়াল হয়ে যাই
জানি ভুলে যাবেগো আমায়
তাই ব্লগের পাতায় লিখে চলি
যখন যা আসে মোর মনে তা-ই।
পড়ে পড়েই পড়ে যদি মনে
যতই তুমি থাকো না দূরে
তাই সতত চেষ্টা করে যাই
তুমি যেন ভুলনা আমায়
ওগো তাদের মতন করে।
সময়ের ছলনায় ক্রমাগত যেন যাচ্ছি সরে দূরে
জীবন নৌকা চলছি যে রোজ বয়ে
ঘাত প্রতিঘাত সকলই ভেঙে চূড়ে
এমন করে তবু যদি তোমায় কাছে পেয়ে যাই।
আড়াল হলে যাবে ভুলে
এই জগতের এইতো রীতি
শত ব্যস্ততার মাঝেও তাই
মোদের বোধের যেন জাবর কাটি;
ব্লগের পাতায় নিত্য করি, হাঁটাহাঁটি
দিবানিশি ভালো বাসি শুধু যে তোমায়।
কবিতা লিখে লিখে সকল সময়ের সঙ্গী হয়ে
ভালোবাসায় বন্দি হয়ে নিত্য যেন দোসর গড়ি,
অপার মিথোজীবিতায়, নিরুপমা মোর প্রিয়তমাগো,
যত দূরই থাকো তুমি কখনো যেন ভুলো না আমায় ।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



