এবার ঈদ করেছি গ্রামে
বাবার সমাধি যে আছে সেখানে।
গতবার ঈদেও তিনি ছিলেন
দশ খতম তেলায়াতে মশগুল ছিলেন
গোটা রমজান মাস
এবার আর নেই তাই নেই কোন উচ্ছ্বাস।
পৃথিবীর চিরাচরিত নিয়মে
তিনি একাকি শুয়ে আছেন কবরে
তিনি রেখে গেছেন স্মৃতি
স্মৃতিরা এখন নীল প্রজাপতি।
উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় চষে বেড়ায় বোধের গোটা শহর
বাবাকে আর ধরা যায় না ছুয়া যায় না
বাবার আর লাগবে না কেনা নতুন কাপড়।
জীবন ভর বাবা দিয়ে গেছেন ঢের ভালোবাসা স্নেহ আদর
যক্ষের ধনের মতো আগলে রেখেছেন
যেন আমার গায়ে না লাগে— কোন আঁচড়।
সকল ঝঞ্ঝাট অবলীলায় মাথায় নিয়ে বাবা মোদের নিরাপদ নগর।
বাবা আর ডাকে না খোঁজ খবর রাখেনা মুঠোফোনে,
আগে নিতেন খুব—
কী করে নেবেন? বাবা যে মরে গেছেন কবরে শুয়ে আছেন নিশ্চুপ
রেখে গেছেন হাজার স্মৃতি স্মৃতির সাগরে দেই ডুব।
শুধু জানি বাবার মঙ্গল কামনায় করতে পারি সব
বাবা যেন ভালো থাকেন জান্নাতের খুশবো মেখে গায়ে
দুচোখে অশ্রু ফেলি আর এই প্রার্থনা করি
বাবা যেন আখেরাতে চিরো সুখের জীবন পায়।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪৭