এই দেশে জন্মেছিলাম বলে—
ষড় ঋতু পরিক্রমা আমি দেখেছি মুগ্ধ দুচোখে
শাপলা বিল, কাশবন, রিমঝিম বৃষ্টি
পদ্মা— মেঘনা— যমুনা অজস্র নদীবিধৌত
বিস্তীর্ণ ফসলী জমি , পাখির কাকলি হিজলের বন
পাহাড় ঝর্ণা, সমুদ্রের সফেদ ঢেউ চন্দ্রিমা রাতে রুপোলি আলোর ঝিলিমিল।
প্রকৃতির অদ্ভুত অপরূপ রূপ —আমি দেখেছি, তারার মিছিল..
এই দেশে জন্মেছিলাম বলে,
পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারি,
মোদের সেই গৌরব গাঁথা
মহান একাত্তুর — একটি তর্জনী — বজ্র হুঙ্কার
যুদ্ধ জয় করে মোরা যে বীরের জাতি..
এ দেশে জন্মেছিলাম বলেই
তুমি শুধু যে আমার— একান্ত অধিকার
কবিতা চর্চার লালন ভূমি, প্রেমের অভিসার
আমি যেন তোমার শ্রেষ্ঠ অলংকার, সযতনে পড়ে নিও হে।
মোদের এই পথচলা যে নহে ভ্রান্তিবিলাস
এদেশে জন্মেছিলাম বলেই নেই কোন বাঁধা
মোদের সঙ্গমে কেটে যাবে দ্বিধা ঘুচে যাবে সংশয়
এদেশে জন্মেছিলাম বলেই
স্বার্থক জনম আজ তোমার— আমার।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৫