
রক্তাক্ত যুদ্ধাহত শিশুর ম্লান অবয়ব
শেল হয়ে যেন বুকে বিঁধে
ফুলের মতই নিষ্পাপ শিশুরা
কিংবা সেইসব অবলা নারী
ঘর সংসার স্বামীর সোহাগ
নিয়ে যাদের- দিন কাটার কথা
সেই নারীর চোখে আজ দ্রোহের আগুন
বহ্নি শিখা হয়ে জ্বলে তারার মতন।
বিশ্ব বিবেকের বোধের দেয়াল
কেঁপে ওঠে বারে বারে
বিধবা রমনীর বেঁচে থাকার
একমাত্র অবলম্বন, এয়াতীম শিশুটিও
যে একদিন বলি হবে
হিংস্র শকুনেরা খুবলে খাবে
বিবেক কিংবা একদলা মানব মাংসপিণ্ড
এমন পৃথিবী চাইনা আর
লাশের মিছিলে বারুদের গন্ধে
আহতের হাহাকার— মিলে মিশে একাকার
যুদ্ধ যুদ্ধ খেলায়;
মানুষ নয় তো বিচার দিনের মালিক কোন
যে ইচ্ছে হলেই ছিনিয়ে নেবে উপহার কিংবা তিরস্কার
স্রষ্টার হুকুমের বিরুদ্ধে গিয়ে,— সাময়িক বাহাদুরী
ধ্বংস অনিবার্য তাতে, হে অমানব স্বৈরাচার!
যুদ্ধ নয় শান্তি চাই ইসরাইল এক বিষফোঁড়া
পৃথিবীর মানচিত্রে বিশ্বমানবতার ঘোরতর শত্রু ।
ইয়াসির আরাফাতের বিপ্লব কিংবা
ফিলিস্তিন রক্তু শুষে জন্ম যাদের
শত ধিক্কার তাদের-
বিজয়ী হয় যেন মানবতা
সৌহার্দ্র সম্প্রীতির অপার মেলবন্ধনে
যুদ্ধ নয়— শান্তি চাই— শান্তি চাই।
শান্তির সাদা পায়রা যেন উড়ে ফিলিস্তিনে
মানুষের অধিকার লয়ে
সুনাগরিকের মতন সুশাসন কাম্য সবার।
মানুষের পৃথিবী চাই— দেশ চাই— সমাজ চাই
বাঁচার মতো বাঁচতে চাই
মানুষ তো নয় কোন পণ্য্
ভালোবেসে মানুষ মানুষেরই জন্য …
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




