মেঘে ঢাকা ঐ উদাসী চাঁদে ঘুর সন্ধ্যা নেমেছে
পৃথিবীর দু’চোখে লেগেছে যেন নেশা
চলো না আজ দু’জনে দেখবো চাঁদ সারারাত,
যৌবনের অনুরাগে খুব বেশি দূরে নইতো আমরা
যেন অপেক্ষার রাস্তার এপার ওপার।
এখন বসন্ত কাল এখনো যায়নি যে শীত রাতে
শিমুল ফুটেছে পলাশ ফুটছে
চারিদিকে যেন বসেছে রঙের মেলা
রং দুজনার রঙিন মনে হৃদয় প্রাঙ্গনে রতির উচ্ছাসে
এখন মায়াবী রাত
তবুও যে ঘুম নেই দুচোখে
এমন রাতে ঘুমোতে নেই যে
এ রাত সারারাত জেগে থেকে গল্প করার রাত ।
মোরগের ডাকে ঘুম ভাঙে সকালে
এখানে পাখির কলতানে অবাক করা মুখরতা
ফোটা ফোটা বৃষ্টি যেন আজ বলছে আমাদের প্রেম সম্ভাবনার কথা।
আমাদের প্রেমে যে বৃষ্টি নামে দূর হয় অযাচিত অন্ধকার
ব্যতিক্রম হবে না এবারো, ফাগুনের এ পূর্ণিমা রাতে
আনন্দ সঙ্গমে শিউলি ফোটে সকালে ঝরে যায়
আমাদের প্রেম সহসা ঝরে যাবার নয়
ফাগুন পূর্ণিমার চাঁদ যেন অপকলক চেয়ে থাকে
মধুর মিলন ঘটাতে আমাদের দুজনায় এমন ঝলমল রাত
হাত রেখে হাতে চলো না হারিয়ে যাই জোছনা বনে...