কেউ ছিল বারান্দায় কেউ বা ছিল ছাদে
কেউ আবার বুলেটবিদ্ধ হয়ে মরে
ঘরের ভেতরে বসে ।
বেড রুমের নিরাপত্তা আগে থেকেই নেই
এখন থেকে রাজপথেও সেই একই অবস্থা
এ কেমন বাংলাদেশ, স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে
শিশু থেকে বৃদ্ধ কারও যে নেই কোন ছাড়
অনলাইন অফলাইন সব নিষিদ্ধ, একই সমাচার
দিনে রাতে সমানতালে চলছে যে গ্রেফতার ।
বুক ফুলিয়ে রাজপথে কেউ যদি বলে বাংলাদেশ
তার কপালেও জুটতে পারে বক্ষ ভেদী তপ্ত বুলেট।
এ কেমন প্রশাসন এ কেমন স্বাধীন দেশ।
মুখ ফোটে রাজপথে কিছুই যাবে না বলা
কথায় কথায় সীমা লংঘন শুধু তাদের অধিকার
নির্বাচারে চলবে গুলি মরবে মানুষ অনেক গুলি
জনসাধারণের উপর রাজপথে চলবে নির্মম অত্যাচার
ওটাতো তাদের মগ প্রশাসনেরই অংশ,
জেল জুলুম হত্যাযজ্ঞ যাহাই করুক ওদের জন্য সবই যেন জায়েজ ওরা যেন কংস মামার বংশ
ওরা গণতন্ত্র মানবাধিকার সবকিছু করতে পারে ধ্বংস। এসবে ওদের যেন আছে একচ্ছত্র অধিকার ।
নির্বিচারে দেশের মানুষ মারার অত্যাচার করার।
তবুও ওদের পক্ষে কিছু লোক করছে উকালতি
হে তাবেদার উকিল সমাজ তোমারা কী তবে অন্ধ
বিবেকের দ্বার তোমাদের যেন চিরতরে বন্ধ ।
জালিমের পক্ষ নিয়ে দেখাও যুক্তিতর্ক
তোমরা যেন ওদের পোষা তোতাপাখি,
মানব কূলের নষ্ট কীট তোমরা আবার মানুষ নাকি?
মানব সমাজের তোমরা যে কলঙ্ক।