চোরের মতো চলে যায়
একদিন যে ছিলো প্রবল পরাক্রম
সীমাহীন ধৃষ্টতা নিয়ে করে যেতো অনায়াসে
গুম খুন গণহত্যা, তুচ্ছ তাচ্ছিল্যের চরমে
বলতো কথা, অবশেষে ভীরু কাপুরুষের মতো
লেজ গুটিয়ে দেশ ধ্বংসের চূড়ান্ত করে
চলে যায় দেশ ছেড়ে সে যে আসামি
বিলকুল পড়ে না মনে, অগণিত তাবেদার
পোষা কুকুর অরক্ষিত রেখে চলে যায়
নিজের জীবনের দাম যে অমূল্য
অথচ বুঝেনি অপর মানুষের দাম
দামী মেট্রোরেল বিটিভি ভবন ফেলে হেথা
কম দামী একটা জীবন নিয়ে সে চলে যায়
প্রাণ ভিক্ষা চেয়ে ভিক্ষুকের মতো
অথচ নির্দয়ের মতো খুন করে গেছে
শত শত মানুষ কতো মানুষ হলো বেওয়ারিশ
লাশ, গণহত্যার ওয়ারিশ লয়ে চলে গেছে
বুঝে গেছে জীবনের আছে দাম
যার আদালতে মুক্তি যোদ্ধা হয়ে যেত রাজাকার
রাজাকার পেত মুক্তি যোদ্ধার খেতাব
জনসাধারণের মাথায় রাজাকারের খেতাব দিয়ে
সে চলে গেছে চোরের মতো বাংলাদেশের মানুষ
বুঝিয়ে দেবে এগারো লক্ষ কোটি টাকা পাচার করে মানুষের কাছে তার জীবনের কতো দাম।