খেলা হবে !!!!
এখনও ঢের বাকি
জানি তোমার প্রাণে স্বপ্ন দেয় উঁকি
তোমার গোলপোস্টে আমার পেনাল্টি ;
শক্তি শালী পায়ের জোরালো শটে দূর্দান্ত গোল
দর্শক গ্যালারি উৎসব উৎসব রব
দুজনারই জয় যেন সুনিশ্চিত ।
তৃপ্তির ঢেঁকুর তুলে সব ব্যথা ভুলে
তোমার চূড়ান্ত স্বীকৃতি,
সব বিবেচনায় আমিই হিট
তোমার সরোবরে উপচে পড়া জল
আমাদের ভালোবাসা জমে ক্ষীর ।
ভালোবাসি যে তোমাকেই প্রিয়তমা
চূড়ান্ত খেলা হবে তোমার আমার মাঝে
আমি পাকা খেলোয়াড় নির্ভরযোগ্য
খোঁপায় দেবো গোলাপ গুঁজে
আমায় পাবে তোমার মাঝেই
ভালোবাসার অনুরাগে ।
খেলা হবে খেলা হবে আঁধার রাতে...
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৮