হিন্দুরা ভাঙে মন্দির মাদ্রাসার ছাত্ররা দেয় পাহাড়া
আজব দুনিয়া তবুও জঙ্গি অপবাদ তাদের— পিছু ছাড়ে না।
সংখ্যালঘুরা ধরেছে যে লাইন ভারত সীমান্তে
যেতে হবে যে দেশ ছেড়ে এমনই ভাবখানাে
আসলে সব শুভংকরের ফাঁকি জনগন বুঝে ফেলে চালাকি
এসবই যে সাজানো নাটক তাদের চলিছে টালবাহানা ।
ছাত্র জনতা ব্যস্ত এখন— দেশ গড়ার কাজে
হেলমেট লীগ র এজেন্ট ধ্বংস যজ্ঞে মাতে
রাষ্ট্রীয় কোষাগার ধ্বংস করে গণ বিপ্লবের তোড়ে
ভেঙে গেছে যে গণ খুনি —স্বৈরাচারের গদি
চামচারা তাই ভাঙে এখন বঙ্গবন্ধুর মূর্তি
গ্রামে গ্রামে রাত দুপুরে তারা করে ডাকাতি
অপকর্ম ধ্বংসযজ্ঞ এসব করে
চাপাতে চায় বিপ্লবীদের ঘাড়ে;
জামাত শিবির রাজাকার ট্যাগ যাদের
আগে থেকেই আছে।
যারা জানে শুধু
জ্বালাও— পোড়াও— ধ্বংস
তারা গড়বে কী করে?
দেশের সব লুট করে এখনও তারা ধ্বংস করে
ধ্বংস ধ্বংস খেলায় উন্মাদ সন্নাসী
তবুও যদি বৈষম্যহীন মুক্তিকামী ছাত্রজনতার ইমেজ নষ্ট করা যায়।
সেটাই যে তাদের পরম পাওয়া— আর কোনই আশা নাই
কংস মামার বংশ যে তারা ধ্বংস ধ্বংস খেলায় —পাকা খেলোয়াড়।
ফন্দিবাজেরা এসব লয়ে প্রপাগাণ্ডায় মাতে বারংবার।
হারিয়ে গেছে গদি গুজব ছড়িয়ে তবুও ফায়দা হয় যদি!
দেশের মানুষ জানে তাদের গত ষোল বছরের কাণ্ডকারখানা
মানুষ যায়নি যে ভুলে
তবুও প্রত্যাখাত শয়তানেরা প্রবঞ্চনা করে বারে বারে।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৫