ব্লগার বন্ধুগণ। আশা করি সবাই ভাল আছেন। কিন্তু দেশের পরিস্থিতি ভাল না। অনেকেই বিভিন্ন দেশে (অস্ট্রেলিয়া/ কানাডা) মাইগ্রেশনের চেষ্টায় আছেন। তারা যদি ভালভাবে মাইগ্রেটেড হতে পারেন তাহলে তারা যেমন সেটেল্ড হতে পারবেন তেমনি দেশের রেমিটেন্সও বাড়বে।
তাই আমি কিছু ইনফরমেশন সংগ্রহের আশায় এই পোস্ট দিলাম। এতে করে মাইগ্রেটেড হওয়ার আগে কিছু বাস্তব ধারনা পাওয়া যাবে।
যে সমস্ত বিষয় গুলো উল্লেখ করবেন।
১। দেশের নাম
২। শহরের/ টেরিটরির নাম (অপশনাল)
৩। জব অপরচুনিটি
৪। স্বামী/স্ত্রী সহ রুম ভাড়া ও লাইফ লিভিং কস্ট/ সিংগেল হলে কত হবে। (একটু ডিটেইল হলে ভাল হয়)
৫। ট্যাক্স ও অন্যান্য স্টেটিউটরি & অবলিগেটরী খরচ ( যেমন ইনসুরেন্স ও অন্যান্য ভাতা)
৬। অভিবাসন নীতি
আশা করি যেসব ভাই/ বোনেরা ঐসব দেশে আছেন, সাহায্য করবেন। আপনার এই সময়টুকু আপনার কোন না কোনো দেশি ভাইয়ের কাজে আসতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




