আমি বাংলার ছেলে, বোরকা পরা মহিলা যেমন আমার মা, সিথিতে সিদুর দেয়া মহিলাও তেমন আমার মা। আমার চেতনা নজরুল। আমার চেতনা তিতুমীর। যেই তিতুমীরের আন্ডারে হিন্দু মুসলিম সব কৃষকরা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছিল, বাশের কেল্লা গড়ে তুলেছিল।
আমি আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের উত্তরাধীকারি। ড, কুদরত-এ-খুদা যখন ফার্ষ্ট ক্লাস পায়, তখন কলকাতার বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষকরা কুদরত-এ-খুদাকে ফার্ষ্ট ক্লাস দিতে রাজী হয় নাই। তারা একটা মুসলমান ছেলেকে ফার্ষ্ট-ক্লাস দিবে না। কিন্তু আমার পূর্বপুরুষ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সব সাম্প্রদায়িক হিন্দু শিক্ষকে একহাতে পরাজিত করে তার প্রিয় ছাত্র কুদরত-এ-খুদাকে ফার্ষ্ট ক্লাস দিলেন। কেউ রুখতে পারে নাই আচার্যকে।
আমি বীর উত্তম খালেদ মোশারফফের উত্তরাধিকারী। এক রাজাকার নেতার পাছায় এক হিন্দু সিপাহীকে দিয়ে লাথি দিইয়েছিলেন এই খালেদ মোশাররফ। কেউ রুখতে পারে নাই বীর উত্তমকে।
তোরাও আমাদের রুখতে পারবি না। বাঙ্গালি জাতিকে আজ পর্যন্ত পৃথিবীর কোন শক্তি রুখতে পারে নাই, আর পারবেও না।
আমরা এক সময় ধনী ছিলাম, আজ হয়তো গরীব। সম্পদ সবার সব সময় থাকে না, মানুষ সময়ের সাথে ধনী হয় গরীব হয়। কিন্তু থাকে বংশমর্যাদা। জাতের মেয়ে কালো ভাল, নদীর পানি ঘোলাও ভাল। আমরা জাত মানব সন্তান। বাঙ্গালি এক উচ্চজাতের মানব সম্প্রদায়, যাদের সামনে হার মেনেছে ইতিহাসের সব শক্তি। কেউ আমাদের ঠেকিয়ে রাখতে পারে নাই আর পারবেও না।
জয় বাংলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




