মেরিয়াম ওয়েবসটার অভিধানে ‘জারজ’ শব্দের কয়েকটা অর্থ আছে। তবে বহুল ব্যবহৃত অর্থ হোল;
Definition of bastard
Usually offensive : a child born to parents who are not married to each other
bastard শব্দটা অবশ্য আরও কয়েকটা অর্থে ব্যবহৃত হয়। যেমন অস্ট্রেলিয়াতে bastard শব্দটা অনেক সময় মহব্বতের সাথে বন্ধু বা অন্য কাউকে ভালো অর্থে বলা হয়। উপরের অভিধান থেকেই একটা উদাহরণ দেই;
The nicest thing an Aussie can call you is a bloody fine bastard.— Wilson Hicks
অস্ট্রেলিয়ার আরেকটা উদাহরণ হোল;
You old bastard, hahaha! "Uh, yes, thank you."
আমি এই ভালো অর্থের কথা বলছি না। আমি বলছি সেই bastard এর কথা যার অর্থ ‘জারজ’। অর্থাৎ বিয়ে ছাড়া যে সন্তান জন্ম নেয়।
বিভিন্ন পরিসংখ্যান থেকে আমরা জানতে পারি যে যত দিন যাচ্ছে বিশ্বব্যাপী বিয়ে করার হার কমে যাচ্ছে। বাংলাদেশও ব্যতিক্রম না তবে এটার প্রকোপ বাংলাদেশে বা ভারতে ততটা তীব্র না। আমার এই পোস্ট বাংলাদেশ সহ সারাবিশ্বের মানুষ নিয়ে।
অনেকে বিয়ে না করে একসাথে স্বামী-স্ত্রীর মত থাকছে। এদের সন্তানকে জারজ বলে কি না আমি জানি না। তবে অভিধান অনুযায়ী এদেরকেও জারজ বলার কথা।
কিন্তু সমস্যা হোল বিশ্বব্যাপী বিয়ে করার হার কমে যাচ্ছে। মুসলমান পুরুষদের আল্লাহতায়ালা ৪টা বিয়ের অনুমতি দিলেও সাহস করে কেউ করছে না। একটা বিয়ে করেই কাইত হয়ে যাচ্ছে। এক বউকে সামলাতেই হিমশিম খাচ্ছে সেখানে ৪টা বিয়ে কে করবে।
পৃথিবীর সব দেশের পরিসংখ্যানতো দেয়া সম্ভব না। তবে যুক্তরাষ্ট্রের একটা পরিসংখ্যান অনুযায়ী সেখানকার ৪৮.২০% লোক বিয়ে করে। বাকিরা কেউ লিভ তুগেদার করে, কেউ সমলিঙ্গের বিয়ে করে, কেউ আবার কিছুই করে না। ২০০৮ সালের Eurostat এর পরিসংখ্যান অনুযায়ী ইউরোপের মধ্যে এস্টোনিয়াতে বিবাহ বহির্ভূত সন্তানের হার সবচেয়ে বেশী। প্রায় ৬০% বাচ্চা বিবাহ বহির্ভূত। সুইডেনে ২০০৮ সালে প্রায় ৫৫% সন্তান ছিল বিবাহ বহির্ভূত। ২০১৩ সালের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যের ৪৭% সন্তান বিবাহ বহির্ভূত। এই দেশগুলির বর্তমান অবস্থা সম্ভবত আরও খারাপ। শুধু এই দেশগুলি না বিশ্বের অনেক দেশেই বিবাহ বহির্ভূত বাচ্চার পরিমান দিন দিন বাড়ছে। বাংলাদেশ, ভারত সহ এই অঞ্চলেও এই সংখ্যা বাড়ছে। তবে এই অঞ্চলের সঠিক পরিসংখ্যান পাওয়া দুষ্কর।
এইসব কারণে এখন সম্ভবত bastard শব্দটা নিয়ে আমাদের ভাবতে হবে। অভিধান থেকে bastard এর খারাপ অর্থ তুলে দিতে হবে এবং বিবাহ বহির্ভূত বাচ্চাদের অস্ট্রেলিয়ানদের মত মহব্বতের সাথে বলতে হবে;
What have you been doing, you old bastard?
সুত্রঃ
ourworldindata.org/marriages-and-divorces
ourworldindata.org/marriages-and-divorces#marriages-are-becoming-less-common
usatoday.com/story/money/2019/03/07/marriage-us-states-highest-percentage-married-people/39043233/
baltictimes.com/news/articles/26955/
australianexplorer.com/slang/people.htm
outbackdictionary.com/bastard/
tvtropes.org/pmwiki/pmwiki.php/UsefulNotes/AustralianSlang#:~:text=It can be used as,best not to try it.
australianexplorer.com/slang/people.ht
ছবি-
slate.com
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২২ দুপুর ২:২৬