
‘স্বপ্নের চেয়ে সুন্দর কিছু নেই। স্বপ্ন আমার রাখলাম তোমাতেই। তুমি তারে ভেঙ্গে দিও না। এই প্রেম কেড়ে নিও না’।
এভাবেই স্বপ্ন নিয়ে বহু গান রচিত হয়েছে বাংলা সহ পৃথিবীর বিভিন্ন ভাষায়। এই পোস্টে স্বপ্ন বা খোয়াব নিয়ে কিছু গান ব্লগারদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। লিঙ্কে গেলেই গানগুলি ভিডিও সহ শুনতে পারবেন।
স্বপ্ন নিয়ে বাংলা গানঃ
১। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী - আশা ভোশলে, কিশোর কুমার
২। স্বপ্নের চেয়ে সুন্দর কিছু নেই স্বপ্ন আমার রাখলাম তোমাতেই - শাহনাজ রহমতউল্লাহ
৩। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে - শ্যামল মিত্র - সাগরিকা
৪। আমার স্বপ্ন গুলো - আগুন
৫। আমার স্বপ্ন যে - লতা, কিশোর
৬। একদিন স্বপ্নের দিন - নচিকেতা- শিখা বসু
৭। কত স্বপ্ন দেখেছি - পঙ্কজ উধাস
৮। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল - অরুন্ধতী হোম চৌধুরী- সুরকার হেমন্ত
৯। আমি স্বপ্নে তোমায় দেখেছি - সন্ধ্যা মুখারজি
১০। মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো - কিশোর কুমার
১১। এমন স্বপ্ন কখনও দেখিনি - হৈমন্তী শুক্লা
স্বপ্ন নিয়ে হিন্দি গানঃ
১। ও মেরে সাপনোকে সাওদাগার - অনুরাধা পারোয়াল
২। মেরে সাপনোকে রানী কাব আয়েগি তু - কিশোর কুমার
৩। মেরে খাবো মে - লতা মঙ্গেশকর
৪। সুরমায়ি আঁখিও মে নানা মুনা এক সাপনা দে জায়ে
৫। সাপনোকে শাহের হাম বানায়েঙ্গে ঘার - কিশোর কুমার
৬। আপনে পেয়ারকে সাপনে সাচ হুয়ে
৭। দেখা এক খাব তো ইয়ে সিলসিলে হুয়ে - কিশোর কুমার, লতা
৮। সাপনে সাজানকে - আলকা ইয়াগনিক, অভিজিত
৯। ঝিলমিল সিতারোকা আঙ্গান হোগা রিমঝিম - মোঃ রফি, লতা
১০। সাচ হুয়ে সাপনে তেরে - আশা ভোষলে
১১। সাপনা মেরা টুট গায়া - আশা ভোশলে
১২। তেরে মেরে সাপনে আজ এক রাং হেয় - মোঃ রফি
১৩। রুলাকে গায়া সাপনা মেরা - লতা মঙ্গেশকর
১৪। আ সাপনে তুঝে বুলায়ে - গীতা দত্ত
১৫। সাপনোকা সাওদাগার আয়া - মুকেশ
১৬। রোজ রোজ আখে তালে এক হি সাপনা - আশা ভোশলে
১৭। খাব হো তুম ইয়া কোই হাকিকাত - কিশোর কুমার
১৮। জানে কেয়সে সাপনোমে - লতা মঙ্গেশকর
১৯। সাপনে মে সাজান সে - লতা মঙ্গেশকর
২০। সাপনে সুহানে লারাক পানকে - লতা মঙ্গেশকর
২১। একদিন সাপনেমে দেখা সাপনা - কিশোর কুমার
২২। সাপনে মে সাজান সে দো বাতে - লতা মঙ্গেশকর
২৩। দেখো ম্যায় দেখা হ্যাঁয় ইয়ে এক সাপনা - লতা, অমিত কুমার
২৪। আঁখিও মে ছোটে ছোটে সাপনে সাজায় - লতা মঙ্গেশকর
২৫। মেরা সুন্দার সাপনা বিট গায়া - গীতা দত্ত, এস ডি বর্মণ
২৬। কাল কি সাপনে আজ ভি আনা - সুমন কল্যাণপুর
২৭। আখো মে হামনে আপকে সাপনে সাজায়ে হে - কিশোর কুমার, লতা
২৮। আপ মুঝে আচ্ছে লাগনে লাগে সাপনে - লতা
২৯। ম্যায়নে তেরে লিয়ে হি সাত রাংগকে সাপনে - মুকেশ
৩০। রাত কালি এক খাব মে আয়ি - কিশোর কুমার
৩১। ম্যায় তো এক খাব হু - মুকেশ
৩২। রাত নে কেয়া কেয়া খোয়াব - তালাত মাহমুদ
৩৩। জিন্দেগী খোয়াব হে খোয়াব মে - মুকেশ
৩৪। সাপনে ঝারে ফুলসে - মোঃ রফি
৩৫। সাথিয়া তু মেরে সাপনোকা মিত হ্যাঁয় - মোঃ রফি , আশা ভোশলে
৩৬। জিভান হ্যাঁয় এক সাপনা - কিশোর কুমার, আশা ভোশলে
৩৭। মেরা এক সাপনা হ্যাঁয় - কুমার শানু, কাভিতা কৃষ্ণমূর্তি
৩৮। চোরি চোরি সাপনোমে - আভিজিত, আলকা ইয়াগনিক
৩৯। আ গালে লাগ যা মেরে সাপনে - মোঃ রফি
৪০। ও সাপনো কে সাওদাগার - অনুরাধা পারোয়াল, সনু নিগাম
৪১। জিভান সাপনা টুট গায়া - মুকেশ
৪২। হামনে যো দেখা সাপনে - লতা, মাহেন্দ্রা কাপুর
৪৩। অ্যায় মেরে আখোকে পাহেলে সাপনে - লতা, মুকেশ
৪৪। টুটে হুয়ে খাবো নে - মোঃ রফি
৪৫। দো চামাক তি আখো মে কাল খাব - গীতা দত্ত
স্বপ্ন নিয়ে ইংরেজি গানঃ
১। la isla bonita - Last night I dreamt of - Madonna
২। Dream dream dream - Everly Brothers
৩। Now only in my dreams - Debbie Gibson
৪। I have a dream - ABBA
৫। If I can dream - Elvis Presley
৬। Get outta my dreams, get into my car - Billy Ocean
৭। # 9 Dream. So long ago... was it in a dream - John Lennon
৮। Boulevard Of Broken Dreams - Green Day
আশা করি সবাই গানগুলি উপভোগ করবেন।
ছবি - একুশে টিভি
সূত্র - ইউটিউব
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




