স্বপ্ন,
সেই সব প্রতিটা স্বপ্ন
যেসব স্বপ্নগুলো এক একটা জীবনের মতো দামি
সেইসব স্বপ্নদের বাঁচাতে
কতবার কত কোটি নরকের দরজা খুলেছি আমি,
কতবার মাথা নিচু করে পরাজয় স্বীকার করেছি ,
তবু কেন ?
কেন অজানা কেউ গলা টিপে খুন আমার স্বপ্নদের ?
আমি জানি....
স্বপ্নের লাশ পিঠে নিয়ে ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত হয়েগেছি
আশা এটুকুই
যদি ব্যবহারযোগ্য কিছু ভালোবাসা পাওয়া যায়
অবশিষ্ট কিছু জীবিত স্বপ্নের বিনিময়ে ;

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


