রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লোকশিল্প বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তী কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় অকাল মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কর্তৃপক্ষ তার পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করেছে।
আজ ১৮ই আগস্ট,২০১১ রোজ বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে উপাচাযের কার্যালয়ে ল্যাবএইড কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এক বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়।বৈঠকে উপস্থিত ছিলেন, প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান, সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কুহেলী ইসলাম, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ল্যাবএইড'র ব্যবস্থাপনা পরিচলক মাহবুবল হক এবং এমরান চৌধুরী। বৈঠক শেষে ল্যাবএইড'র ব্যবস্থাপনা পরিচলক মাহবুবল হক বলেন, আমাদের সামাজিক দায়বদ্ধতার কারণে স্যারের পরিবারকে ৫০ লাখ প্রদান করা হয়েছে।
প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, লাবএইড কর্তৃপক্ষ পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। এটাকে ক্ষতিপূরণ বলা যাবে না।
প্রসঙ্গত, গত ১৫ আগস্ট ল্যাবএইড হাসপাতালে লোকশিল্প বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তী মৃত্যুবরণ করেন। পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় অবহেলার অভিযোগ এবং শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ল্যাবএইড কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


