চার বছরের শিশু চীনের জিয়া ঝিং—সবেমাত্র ‘হাঁটি হাঁটি পা পা’। কিন্তু ছোট এই শিশুটি গাড়ি চালাচ্ছে। আশ্চর্যজনক হলেও সত্য যে, সে গাড়ি চালাতে ভীষণ দক্ষ হয়ে উঠেছে। জিয়া ঝিংয়ের বাবা-মা বলছে, সে কেবল বর্ণমালা পড়তে শুরু করেছে, কিংবা সে পাঠ হয়তো কেবলই শেষ করল। এখনও গুছিয়ে কথা বলতে গিয়ে পুরো একটি বাক্য শেষ হয় না। আধো আধো কথা মন ভুলিয়ে রাখে বাবা-মার। ছোট ছোট পা দিয়ে দৌড়ে বাবা-মার কোলে ঝাঁপিয়ে ওঠার সময় এখন ওর। এই বয়সেই শুধু বাবা-মাকে নয়, বিশ্ববাসীকে অবাক করেছে চীনের জিয়া ঝিং।
মাত্র চার বছর বয়সেই দক্ষতার সঙ্গে প্রাইভেট কারের হুইল ধরেছে জিয়া। শুধু তাই নয়, গাড়ি চালিয়ে অবাক করেছে সবাইকে। জিয়ার বাবা গাড়িটির পেছনের আসনে বসে ভিডিওটি ধারণ করে বিশ্বের অন্যতম জনপ্রিয় সাইট ইউটিউবে ছেড়েছে। দুই মিনিটের এ ভিডিও চিত্রে দেখা যায়, চীনের শ্যাংডন প্রদেশের জিনাল এলাকার একটি ব্যস্ততম মহাসড়কে জিয়া হুইলটাকে আঁকড়ে ধরে দক্ষতার সঙ্গে গাড়ি চালাচ্ছে। এমনকি অন্য গাড়িগুলোকে পেছনে ফেলে তার কারটিকে সাবলীলভাবেই সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভিডিওতে আরও দেখা যায়, এভাবে কিছুক্ষণ গাড়ি চালানোর পর তার বাবা বলছে, ‘জিয়া ঝিং তুমি থামো, এবার তোমার বাবাকে চালাতে দাও।’ তারপর জিয়া গাড়িটিকে পার্ক করে পেছনে চলে এলে তার বাবা ড্রাইভিং আসনে যান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



