




একটা অনেস্ট কনফেশন দেই। আমি আমার জীবনে এত মানুষ দেখিনি! এটাকে জনসমাবেশ না, জনসমুদ্র বললেও ঠিকঠাক বোঝানো হবে কিনা বুঝতে পারছিনা। এ যেন ফুঁসে উঠা উত্তাল সমুদ্র... চারদিকে গগনবিদারী গর্জনে চাপা পড়ে যাচ্ছে পাশের মানুষটার কন্ঠস্বরও। আমি কোথায় আছি সেটাও ছাই বুঝতে পারছিনা। এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকার কোন জো নেই। আশেপাশে যতদূর দৃষ্টি যায় মানুষ ছাড়া আর কিছু দেখা যাচ্ছেনা।
এই জনস্রোতের সামনে কোন বাধা টিকবেনা, বিশ্বাস করুন। সুনামির এই ঢেউ ভাসিয়ে নিয়ে যাবে গত পনের বছর ধরে জমা হওয়া সব ক্লেদ, অন্যায়, আর দু:শাসনকে।
এই জনতাই জন্ম দেবে আলো ঝলমলে বাংলাদেশের।
চারপাশে তাকাতে তাকাতে স্থানুর মত দাঁড়িয়ে থাকা আমি টের পাই আমার চোখের কোনা বেয়ে কিছু একটা নেমে যাচ্ছে। মুক্তির নোনা জল হয়তো
লিখা: Kamrul Ahsan Nomani
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২৩ রাত ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



