১। শেখ হাসিনার আসন সহ ১৭৪ আসনে প্রতিদ্বন্দ্বীতা নেই। তার মানে তফসিল ঘোষনার দিনই আওয়ামীলিগ বিজয়ী। আপনার ভোট
দেওয়া না দেওয়া সমান।
২। নৌকা-ঈগল- লাঙ্গল-ট্রাক সবাই আওয়ামীলিগের প্রোডাক্ট। যাকেই ভোট দেন সবাই আওয়ামিলীগ। সবাই শেখ হাসিনার কাছে আসন
ভিক্ষা চেয়ে নিয়ে নির্বাচন করতেছে।
৩। আপনার বিকল্প বেছে নেওয়ার কোন অপশন নেই।
৪। কিছু জায়গায় নৌকা কে হারিয়ে স্বতন্ত্র কে বিজয়ী দেখানো হবে। যা পূর্বেই নির্ধারিত।
৫। স্বৈরাচার আর ফ্যাসিবাদ যত দীর্ঘ স্থায়ী হবে দেশের জন্য ততবেশী ক্ষতি হবে। দেশ কে বাচাঁতে আপনার দায়িত্ব আপনি পালন করুণ।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৭