হাজার হাজার কোটি টাকা খরচ করলেন। ইন্ডিয়া-চায়না-রাশা আপনাদের সাথে। দেশের সব প্রতিষ্ঠান আপনার সাথে। পুলিশ আপনার, নির্বাচন কমিশনার আপনার, জুডিশিয়ারী আপনার।
তাও ১৫% ভোটার আপনাকে ভোট দেয় না।
বিএনপির সিনিয়র লিডারশীপ পুরা জেলে। কারো কোনো প্রেজেন্স নাই পেপার-টিভিতে। শুধুমাত্র ফেইসবুক ছাড়া কোথাও বিএনপিকে দাড়াতে দেওয়া হয় না। বিএনপি যে ভোট বর্জনের ডাক দেয় - সেই খবরও ছাপা যায় না।
এই যে পুরা দেশ প্র্যাকটিক্যালি ভোট বর্জন করছে - তারা কার সাথে আছে?
শুধুমাত্র গোপালগঞ্জ ছাড়া শেখ হাসিনা পুরা দেশে যেকোনো সীটে ফেয়ার এলেকশান হলে হারবে। ঐখানেও হারতে পারে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৯