৭১ এর গণহ*ত্যার সাথে এক্টিভ/প্যাসিভ সম্পৃক্ততা অভিযোগে জামাত এ পর্যন্ত ৪-৫ বার নিষিদ্ধ হয়েছে, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এবং অদ্যাবধি এই স্টিগমা তাদের বয়ে বেড়াতে হয়।
তাহলে জুলাই গণহ*ত্যার সাথে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? তারা দলীয় ভাবে এই গণহ*ত্যা চালিয়েছে, তাদের হাজার হাজার কর্মী প্রকাশ্যে গুলি চালিয়েছে এবং পাড়ায় পাড়ায় ঢুকে ছাত্র হত্যা করেছে।
শুধু জুলাই গণহ*ত্যা না, শাপলাচত্বর গণহত্যা, সাঈদির ফাঁসি পরবর্তী বিক্ষোভ মিছিলে গণহত্যা, হাজার হাজার গুম খু*ন, এদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা, তিন তিনটা ইলেকশন রিগিং, এদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস, লাখ লাখ কোটি টাকা পাচার আর এদেশের মানুষকে ১৮ লক্ষ কোটি টাকার ঋণের সাগরে ডুবিয়ে যাওয়া এতসব অপরাধের দায়ে রাজনীতি করার নৈতিক ও আইনগত অধিকার হারিয়েছে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সাময়িক ভাবে হলেও। দরকার হলে ৫-১০ বছর পর নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই।
রাজনীতি কারা করবে? যে দলের হাজার হাজার কর্মী প্রকাশ্যে মানুষ হ*ত্যা করেছে মাত্র দু'দিন আগে?
নিষিদ্ধের আলাপ তো নেই উল্টো উপদেষ্টাদের কেউ কেউ আওয়ামী লীগকে দল গঠনের পরামর্শ দেয়। এইসব প্রথম আলোপন্থী উপদেষ্টাদের সতর্ক করতে হবে।।
আওয়ামী লীগকে অবশ্যই ব্যক্তি বিচারের বাইরে কালেকটিভ সাজা দিয়ে নিষিদ্ধের ইতিহাস তৈরি করতে হবে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



