বাংলাদেশের রাজনীতিরে এমন পয়েন্ট অব নো রিটার্নে আওয়ামী লীগই নিয়া গেছে, তারা জীবনেও ক্ষমতা ছাড়া লাগবে না টাইপ রাজনীতি করছিল। নিজ মুখেই বলতো ২০৫০ এর আগে ক্ষমতা ছাড়বে না। সকল বিরোধী দলরে কার্যত নাই করে দিছিল।
বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদ কায়েম হয়েছিল ৪০ হাজার মানুষকে খু/ন/করে। তিনটি ভুয়া নির্বাচন- গত ১৬ বছরে হাজার হাজার মানুষকে হত্যা, শাপলা গণহত্যা, ভারতের হাতে দেশ কে বিক্রি করা দেওয়া, লুটপাট চালিয়ে দেশের অর্থনীতিকে শেষ করা দেওয়া হয়েছে। এই গণঅভ্যুত্থান সময় ২ হাজারের বেশী তাজা মানুষকে গুলি করে কুপিয়ে হত্যা। ৩০ হাজারের বেশী মানুষকে চিরতরে পঙ্গু করে দেওয়া।
ফলে ক্ষমতা যাওয়ার পর এখন আর তাদের রাজনীতি করার অধিকার নাই। এটাই তাদের প্রাপ্য শাস্তি, এই পথ তারাই বানাইছে। আওয়ামীলিগ আপনি যদি মনে করেন তাদের রাজনীতির অধিকার আছে, তাহলে আপনি সম্ভবত মানসিক বিকারগ্রস্ত। আওয়ামীলিগ একটি সন্ত্রাসী আর হায়েনাদের দল। আমাদের চোখের সামনে মানুষকে গুলি করে, কুপিয়ে হত্যা করে পুড়িয়ে দিয়েছে।
সে ফেরত আসলে আমাদের সবাইকে নতুন আয়নাঘরে নিয়ে ঢুকাবে, খুঁজে খুঁজে মারবে। এই হুমকি সে অলরেডি দিয়ে রাখছে। এইটা আমাদের জন্য এখন বাঁচা-মরার প্রশ্ন। যারা আওয়ামী লীগকে ফেরাতে চাবে বা নর্মালাইজ করতে চাবে, তারা গণশত্রু।
এইবার যদি আওয়ামীলিগ টিকে থাকতো তাহলে তারা আওয়ামী বিরোধী সবাইকে খুঁজে হত্যা করতো। আমরা একটি গণঅভ্যুত্থান/বিপ্লব করে আওয়ামীলিগ হটিয়েছি। আওয়ামীলিগ হচ্ছে পরাজিত শক্তি।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


