
ডক্টর ইউনুস তার বিগত পার্সোনাল ইমেজ এর কারনে ক্ষমতায় টিকে আছে নচেৎ অনেক আগেই জনগণ তাকে কিক মেরে সরিয়ে দিত। বাংলাদেশের দেখা মতে সবচেয়ে অপদার্থ অকার্যকর একটা সরকার।
এবং ডক্টর ইউনুস সরকারের অধীনের সমস্ত উপদেষ্টাদের পরবর্তীতে বিচার হওয়া উচিত।
এই মহামান্য ডক্টর ইউনুছের কারণে দুই হাজার জীবন উৎসর্গ আর অজস্র আহতদের আহাজারি বৃথা গেল।
সে সময় দেশের সব শ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসেছিল, বাধ্য হয়ে হাসিনা পালিয়ে ছিল বিনিময়ে জনগণের একটা চাওয়া ছিল - দেশের পরিবর্তন। এই ডক্টর ইউনুস এবং তার সাংগোপাঙ্গদের কারণে জনগণের চাওয়া পাওয়া অধরাই রয়ে গেল। তাদের নিজেদের চাওয়া কিন্তু পরিপূর্ণ করে নিয়েছে, এর পরবর্তীতে জনগণ আর কোন দিন দেশের প্রয়োজনে রাস্তায় নামবে না।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২৫ সকাল ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




