তবে এবার দেখলাম, সুন্দর বনে।
গাছে বসে আছে ঝাকে ঝাকে। কিছুটা সোনালী রংয়ের, লেজ ছোট (কুকুরের মতোন)। স্বাস্থ্য ভালো। এরকম চিড়িখানায় কখনও দেখিনি (অবশ্য বহুদিন যায়নি)। বেশির ভাগ আমাদের দেখে গাছের আড়ালে, আরো বনের ভিতরে চলে গেল। কিছু কৌতুহল চাপতে না পেরে রয়ে গেল। একটা বসে বসে দাঁত দেখাচ্ছিল। হঠাৎ মনে হয়, ক্যামেরা দেখে হাসির মতোন মুখভংগি করছে।
নদীর পারে দেখলাম দল বেঁধে ঘুরতে আসে। চারপায়ে হেটে বেড়ায়।
আমরা যখন হরিণের দলের কাছে যাচ্ছিলাম, তখন গাছ থেকে হঠাৎ বেশ কয়েকটা বানর বিকট স্বরে চিৎকার করতে করতে হরিণের দলের মধ্যে লাফ দিল। প্রথমে ভাবলাম, হরিণকে তাড়াচ্ছে নাকি? পরে মনে হলো ওরা তো হরিণের বন্ধু। আসলে আমাদের দেখে হরিণ দলকে সাবধান করে দিচ্ছে। আর হরিণও দৌড়...।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৬ দুপুর ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



