বক দেখলাম। কোনটা কোনটা চুপচাপ দাড়িয়ে আছে। লনচের শব্দে কখনও উড়ে যায় দূরে গিয়ে বসে। গভীর মনোযোগ দিয়ে আমাদের দেখে। কাদার মধ্যে এতো সাদা/ পরিস্কার কিভাবে থাকে?
তবে দল বেধে থাকতে দেখিনি। শুধু একবার দেখলাম 2টা বক এক জায়গায়।
5 রকমের মাছরাংগা দেখলাম। এতো সুন্দর এই পাখি। নীল যে এতো রংগিন হয়, এই পাখিকে দেখে বুঝলাম।নিচের দিকে আবার অন্য রং। উড়ার সময় উপর দেখলে মনে হবে নীল পাখি, নিচের দিকে বাদামী। ঠোট মোটা লাল রংয়ের (এক জাতের)। বড় ছোট সবগুলোকেই দেখলাম মাছ ধরতে ব্যস্ত।
দুবার মদনমোহন পাখি দেখলাম। বিশাল শরীর। গুরু গম্ভির চালে হাটে। উড়লে কেমন দেখায় বুঝলাম না, কারন মহারাজা স্টাইলে চলে। আমাদের দেখে ভয় পেলোনা। মাথায় আবার বিশাল টাক।
আরো কি কি দেখেছি নাম মনে নেই। সকাল বেলা খাড়ির মধ্যে যখন নৌকা দিয়ে ঢুকলাম পাখির ডাকে কান ঝালা পালা হয়ে গেল।
ওখানে দাড়কাক, পাতিকাক, চড়ুই, হরিমন, শ্যামা অনেক দেখলাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



