
রাশানদের পিঠ ঠেকে গেছে এটাই তার প্রমাণ। এতদিন তারা চুপ করে থাকলেও এখন থাকবে না, কারণ রাশান অর্থনীতির অবস্থা এখন খুবই খারাপ। নিষেধাজ্ঞার কারণে রাশিয়ান স্টক মার্কেটের এমনই বেহাল দশা যে পুতিন সরকার স্টক মার্কেট বন্ধই করে দিয়েছে। তাছাড়া বিশ্বের অন্যতম দুই কার্ড পেমেন্ট সিস্টেম ভিসা এবং মাস্টারকার্ড তাদের সার্ভিস বন্ধ করে দেয়ার কারণে রাশান জনগণ নিত্যদিনকার পেমেন্ট পর্যন্ত করতে পারছে না, তাই লাইন ধরছে ব্যাংক এটিএম বুথে তাদের জমানো টাকা তুলে নিতে। এদিকে ব্যাংকে তাদের জমানো টাকা মূল্য হারাচ্ছে। অর্থ্যাৎ জীবনমান নিম্নগামী তাই ব্যাংক থেকে টাকা তুলে তারা কিনছে ইলেকট্রনিকস যেগুলো মূল্য অন্তত রুবল থেকে বেশি। আর সবাই একত্রে ব্যাংকে লাইন দেয়ায় ব্যাংক গুলোও পরেছে তারল্য সংকটে কারণ ব্যাংক গুলোর কাছে এতো টাকাই নেই দেয়ার মতো। তার উপর সুফট সিস্টেম থেকে বাদ দেয়ায় বহিঃবিশ্বের সাথে লেনদেন বন্ধ, তাছাড়া রাশান সেন্ট্রাল ব্যাংক এর রিজার্ভও ফ্রিজড করা হয়েছে। অন্যদিকে রাশান ইনভেস্টমেন্ট প্রজেক্ট গুলোও বন্ধ করে দেয়া হচ্ছে তাদের সম্পদ ও জব্দ করা হচ্ছে। এগুলো ছাড়াও প্রাইভেট মালিকানাধীন যেসব প্রতিষ্টান তারাও রাশিয়া থেকে তাদের ব্যাবসা ইনভেস্টমেন্ট সরিয়ে নিচ্ছে। তাছাড়া বিশ্বের টেকজায়ান্ট এপেল, গুগল, মাইক্রোসফট, এমাজন, ফেইসবুক ইত্যাদি গাড়িনির্মাতা প্রতিষ্টান ফোর্ড, মার্সিডিজ, টয়োটা, জ্যাগওয়ার ইত্যাদি আরও অনেক ধরনের প্রতিষ্টান তাদের সার্ভিস বন্ধ করে দিয়েছে রাশিয়ায়। নেটফ্লিক্স রাশিয়াতে কোনো নতুন সবস্ক্রিপশন দিবে না। এছাড়া ৩১ টি দেশ তাদের এয়ারস্পেস রাশিয়ার জন্য বন্ধ করে দিয়েছে রাশিয়ান বিমান গুলো এখন এই দেশ গুলো আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এয়ারবাস, বোয়িং রাশিয়ায় তাদের কোনো এয়ারপার্টস পাঠাবে না। এতোসব নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার অবস্থা খুবই করুন তারউপর প্রতিদিন যুদ্ধের খরচ center for economic recovery এর রিসার্চ অনুযায়ী রাশিয়া প্রথম চারদিনে প্রায় ৭ বিলিয়ন ডলার খরচ করেছে এই খরচ প্রতিদিন ২০ বিলিয়ন পর্যন্ত যেতে পারে। এই খরচ রাশিয়া করছে সাধারণ মানুষের ট্যাক্স থেকে। সবমিলিয়ে রাশিয়ান অর্থনীতি যাচ্ছে তাই। তাদের মূল হুংকার এখন তেল গ্যাস। পুতিনের এই হুংকার ও টিকবে না বেশিদিন। এই যুদ্ধের মধ্যে দিয়েই পুতিনের পতন হবে আশা করি। স্বৈরাচারীদের পতন এভাবেই হয়। যুদ্ধ কখনো ভালোকিছু বয়ে আনে না। এর ফল রাশিয়া ইউক্রেন এমনকি বিশের সব দেশকেই ভোগ করতে হবে।
আজ রাশিয়ার টি ভির খবর পাঠকের পিছনে ব্যানার নিয়ে ঢুকে পড়ে এক তরুনী । ওতে লেখা যুদ্ধ বন্ধ কর । বুঝুন অবস্থা ।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




