

আপডেট - জেলেনস্কি ডোনবাসে তাদের দ্বিতীয় ফেজ যুদ্ধের ঘোষণা দিয়েছে। চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইউক্রেনীয় সেনা যোগ দিয়েছে এই যুদ্ধে ।
ইউক্রেনিয়ান গেরিলা যোদ্ধাদের আক্রমনে মস্কভা রণতরী ধ্বংস হয়েছে। মাত্র দুটি মিসাইল ছুড়ে গোলার মজুদে আগুন ধরাতে পেরে তারা যারপরনাই খুশী । বি বি সি উপরের ছবিটি ভেরিফায়েড নয় বলে মানুষকে বিব্রত করেছে । সন্ধ্যার ওয়াশিংটন পোস্ট কনফার্ম নিউজ জানায় এবং বেচে যাওয়া একজন নৌসেনার মায়ের উদ্ধৃতি দিয়ে জানায় ৪০ জন নৌসেনা নিহত । বিনিময়ে রাশিয়ান বিমান মারিউপুল গাড়ির গ্যারেজে পাঁচটি মিসাইল হামলা করে কিছু সাধারন মানুষকে হত্যা করেছে । রাশিয়া ২৫০০ আটকে পড়া ইউক্রেন সেনাকে আত্মসমর্পণ নচেত মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেছে । ইউক্রেন সেনারা অস্বীকার করেছে আত্মসমর্পণের । মস্কো বলছে মস্কভা তীব্র ঝড়ে পড়ে এবং তার গোলা বারুদে আগুন লেগে গেলে ডুবে যায় । মস্কভার সব নৌসেনা জীবিত আছে ।
ইউক্রেনিয়ান সেনারা প্রায় দুইশ রাশিয়ান হেলিকপ্টার ধ্বংস করেছে । ভারত এই মডেলের হেলিকপ্টার কেনার যে চুক্তি করেছে পরিস্থিতি দেখে তা বাতিল করেছে । পুতিনের রক্তের স্বাদ মেটেনি আর তাই এখন সে গনহত্যায় মেতেছে । তার মাটি চাই । চারিদিকে সাধারন নিরস্ত্র মানুষকে ঘর থেকে বের করে লাইনে দাড় করিয়ে গুলি করে হত্যা করছে । এতে যেসব এলাকা আক্রান্ত হয়নি তারা এখন বর্ডার মুখী জীবন বাঁচানোর জন্য । আপডেট পাবেন । ছবি বিদেশী পত্রিকা থেকে সংগ্রহ করা আর খবর শুনে লেখা ।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




