
আজ এই বিশাল আকারের কৈ ভোল মাছ দেখে খুব ভাল লাগলো । জনৈক জসিম রাজ ছবিটি তুলেছেন সেন্ট মারটিন দ্বীপে । ৫৫ বছর আগের ফ্ল্যাশ ব্যাক । খুলনার বড় বাজারে একাই গেছি বাবার নির্দেশে কিছু একটা কিনতে । মাছের বাজারে খুব বড়সড় ভিড় দেখে মাথা গলিয়ে দেখলাম বিশাল সাইজের মাছ কাটা চেরা হচ্ছে । কি মাছ ভাই ? কৈ ভোল । বাবার খুব পছন্দ এবং বাড়িতে এক দু দফা খেয়েছিও । ছোট বালক আমি তখন মাছের কাটাকে ভয় করি বেদম । সে ক্ষেত্রে কৈ ভোল একদম কাটা বিহীন মাংসের মত । আমার পকেটে তরকারি কেনার পর শুধু ২৫ পয়সা আছে রিকশা ভাড়া । দৌড় দিলাম বাসার দিকে । হাপাতে হাপাতে বাবাকে বললাম কৈ ভোলের কথা । বাবা তাড়াতাড়ি ৫ টাকা দিয়ে বললেন যা পাওয়া যায় নিয়ে আয় । ১২ আনা সের মাছের । নাহ কপাল খারাপ , মাছ শেষ জায়গাটা খালি । মন খারাপ হয়ে গেল । সাড়ে তিন মন ওজনের মাছের মুখের চোয়াল হা করে ছিল দেখার মত । বাসায় গেলে বাবা বেশ হাসলেন একচোট । তখনকার দিনে সামুদ্রিক মাছ আনা দুরুহ ব্যাপার ছিল কারন বরফের অভাব তারপর দ্রুত যান কিছুই ছিল না নৌকায় আনতে সময় নিত । ততক্ষনে মাছে পচন ধরে যেত । শেষ মাছ খেয়েছি কক্সবাজারে একদম দাবিয়ে । কোন মাংস ছুইনি একদম । ১২০০ টাকা কেজি মাছ গ্রিল করে খেলাম আর ভাবছিলাম ১২ আনায় আমরাও মাছ খেয়েছি সেই ৫০ বছর আগে । মাছটি ১৩০ কেজি দাবি করছে , মনে হয় অতো হবে না । ছবির মাছ এক লাখ বিশ হাজারে বিক্রি হয়েছে । ছবিটি সিনিয়র সিটিজেন ফোরাম থেকে নেওয়া , ছবি জসিম রাজ ।। দ্বিতীয় ছবি গুগল থেকে।

সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




