
আমরা প্রায় প্রতিদিন কিছু কিছু বিষয়ের উপরে নির্ভরশীল । হাপুস হুপুস করে চা খেতে লাগলেন কিন্তু এই চা অফিসেই মিলত কিন্তু সময়ের সংকট । বাসে উঠে মনে হল মোবাইল ফোন ফেলে এসেছেন । টেনশন জেগে উঠল যদি কারো কিছু হয়ে যায় তবে সংবাদ দেবেন বা নেবেন কি করে । অফিসে পৌঁছেই ফোন দিলেন নিজের নাম্বারে । বিবি সাহেব ধরে বলল যা মেগাবাইট নেটে আছে চুটিয়ে ফেসবুকিং করব । চিন্তায় পড়ে গেলেন । অফিসে এসে কখনই বাসায় ফোন দেন না । হাত টা খালি লাগছে , কি করি ।
অফিসের পি সিতে নেট নেই । তাহলে সামুতে যে লেখা কাল রাতে পোস্ট দিয়েছিলাম তার কি হবে? কটা লাইক , মন্তব্য এলো তা জানা যাবে না । দুত্তরি ছাই ।
অফিসের ব্যাগে গুলের কৌটা ভুলে এসেছেন । এখন বাথরুমে লুকিয়ে দাত মেজে মাথাটা টলে উঠত তা আজ হচ্ছে না । গুলের ব্যাপারটা কেউ জানে না । যাই নিচের টং ঘরে দাড়িয়ে বিড়ি ফুকে আসি ।
একটা লাইসেন্স করা পিস্তল আছে আপনার । তেমন কোন কাজে আসে না বা শত্রু নেই তবু বন্ধুকে ধরে মন্ত্রীকে দিয়ে একটা পারমিশন বের করে পিস্তল লুকিয়ে নিজের অফিস যান । অভ্যেস হয়ে গেছে , ওটা সাথে থাকলে ভয়হীন একটা ভাব আসে ।
মোবাইল কদ্দিন নিয়েছেন ? ২/৩ বছর ! আগে মোবাইল যখন ছিল না তখন তো এমন হতো না । পিস্তলহীন আপনি বুক চিতিয়ে রাস্তায় হেঁটেছেন । যেদিন ড্রাইভার বলল স্যার মহল্লার পুলাপাইন আপনার পিস্তলের ব্যাপারটা জেনে গেছে , তারা আপনার পিস্তলটা ধান্দা করবে , মানে এক দু দিনের জন্য নিয়ে মাল কামিয়ে আবার ফেরত দেবে । কি সাংঘাতিক , ওরা কিভাবে জানল এটার ব্যাপারে ? সুজন সাব তার বন্ধুদের কাছে গল্প করেছে । টেনশন বেড়ে গেল । এখন সুজন যদি পিস্তলটা নিয়ে ----------- চল বাসায় যাই একটা ফাইল ভুলে এসেছি । টেনশন বেড়ে গেল । মোবাইলহীন জীবনে সন্ধ্যার আগে কখনই বিবি বাচ্চাদের সাথে মুলাকাত হতো না । নেটে ফেস বুকিং আর সামু মামু কোন ব্যাপারই না থাকতে অফিসের কাগজ নিয়ে বেশ মনোযোগ দিয়ে ইলিয়াসের খোজ পরিমনির প্রেগ্ন্যান্সি কয়টা রেপ কেস আর মারামারি , অ্যাকসিডেন্ট এর খবর না পড়লে জীবনটা জীবন হতো না । এখন নিউজপেপার বাদ , মোবাইলই ভরসা । আর গুলের কাহিনী কি বলব , গুলের কৌটা ব্যাগের ভিতর পিন মেরে একটা ব্যাবস্থা করেছেন ।
একটা খেলনা মোবাইল আর রিয়াল পিস্তলের মত কিছু ড্রয়ারে রেখে দেবেন নাকি ?
আমার লাঠি আর মাস্ক ভুলে নিচে চলে এলে মনে পড়ে কি সর্বনাশ । হাঁটু ভেঙ্গে জ্ঞ্যান হয়নি তোমার আর আদর করে করোনা বাধাতে চাও ? বাধাও !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


