

৯৬ বছর বয়সে রানী দ্বিতীয় এলিজাবেথ টানা ৭০ বছর মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছেন। কত জন গেল বয়ে গেলো, কত জন এলো আর গেলো কিন্তু রানী ছিলেন একমাত্র স্থির ।
বাকিংহাম প্যালেসের এই সেই বিখ্যাত ব্যালকনি যেখানে জাতীয় আনন্দে তিনি তাঁর পরিবার নিয়ে দাঁড়ান। নিচে সেই বহুশ্রুত জনসমুদ্র যা ৭০ বছর ধরে নিচে এসে দাঁড়ায়।
আজও তার অন্যথা হলো না কিন্তু দু’জন অনুপস্থিত। একজন তাঁর দীর্ঘদিনের জীবন সংগী প্রিন্স ফিলিপ ও প্রিয় পৌত্র হ্যারি। এঁদের একজনের মাত্র কদিন আগে প্রয়াণ হয়েছে আর অন্যজনের প্রবেশ হয়েছে নিষিদ্ধ!
যাক সে সব কথা,তিনিই যে বৃটেনের সর্বোকালের রাজ প্রতিনিধিদের মধ্যে এক মাত্র রানী যিনি সব চেয়ে দীর্ঘ সময় কমনওয়েলথ প্রধান ও বৃটেনের শীর্ষস্থান অলংকৃত করে ছিলেন- আছেন। তাঁর সুস্বাস্থ্য কামনা করি।














ছবি সৌজন্য - রয়াল ফ্যামিলি ।।
ফেসবুক
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



