
আজ বিশ্ব কবিতা দিবস ।
প্রত্যাশা
আমার আছে একখানি প্রশস্ত বক্ষ
তোমার মাথা এলিয়ে দেবার তরে
আমি সুগন্ধি মেখেছি কৃপণতাহীন অকাতরে
গোলাপ নয় নয় অন্য কোন ফুল মেখেছি কাঁঠালিচাঁপা
অবিকৃত সূর্যফলা তাপিয়ে ভাপিয়ে ওঠে যখন
অবিক্রিত চন্দ্ররশ্নি মধুময় হয়ে তখন
দোলা দিয়ে যায় হৃদয় কার্নিশে
দুটি বাবুই পাখী যেথা করে কোলাহল ।
প্রত্যাশা এক অদ্ভুত দুর্বোধ্য বিষয়
বুঝে গেলে ভাল না বুঝলে হতাশায় হয় মরন
না বুঝে রাখলে মাথা বুকে পাবে গাঁদার ঘ্রান
বুঝলে পেতে অসাধারন কাঁঠালিচাপার ঠাস বুননের সুবাস ।।
কপিরাইটঃ শাহ আজিজ
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




