
ব্লগ জুড়ে বেশ সিরিয়াস আলাপ চলছে । এর মধ্যে ভাবলাম এক পিস জোকস হয়ে যাক ।
জোকস সিনিয়র সিটিজেন ফোরাম থেকে সংগৃহীত ।
কে বধির ?
স্বামী স্ত্রী দুজনেরই বয়স হয়েছে। স্বামীর সন্দেহ হলো বউ হয়তো ঠিকমত কানে শুনতে পান না। ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বললেন :
-আপনি কি শিউর, যে আপনার স্ত্রী শুনতে পান না ?
-না, একদম যে শিউর, তা বলতে পারিনা।
-তাহলে একটি টেষ্ট করুননা !
আপনি চল্লিশ ফিট দূরে দাঁড়িয়ে আপনার স্ত্রীকে কিছু বলুন। উনি যদি শুনতে না পান, আরও দশফিট এগিয়ে আসুন। তারপরেও যদি শুনতে না পান, আরও দশফিট। কেমন !
যে কথা সেই কাজ।
পরেরদিন সন্ধ্যেবেলায় স্ত্রী যখন রান্নাঘরে রান্না করছেন, স্বামী চল্লিশ ফিট দূরে দাঁড়িয়ে বললেন “আজকে রাতে কী রান্না করছো ?
কোন উত্তর নেই ।
এবার স্বামী আর দশফিট এগিয়ে এলেন। বললেন :
“শুনছ, আজকে রাতে কী রান্না করবে ?”
আবারও কোন উত্তর নেই।
আরও কাছে এগিয়ে এলেন স্বামী। একই প্রশ্ন আবারও।
স্ত্রীর পক্ষ থেকে কোন সাড়া শব্দ নেই।
এবার দূরত্ব মাত্র দশফিট। স্বামী যেভাবে চেঁচিয়ে বললেন তাতে পাড়ার সব মানুষ শুনতে পাবে। আবারও কোন উত্তর নেই ।
এবার রেগে গিয়ে স্বামী বউয়ের ঘাড়ের কাছে এসে বললেন :
-তুমি কি কিছুই শোননা? আজকে রাতে কী রান্না হবে ?
এবার স্ত্রী বললেন :
-তোমাকে পাঁচ পাঁচবার বললাম
“মুরগী”।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২৩ রাত ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



