
"আমার বউ নাই, গারমেন্সের পোলার লগে ভাগসে। অথচ, আমি তারে ঢাকাত আনসি।
আমি হারাদিন রিস্কা চালাইতাম হে পোলার লগে প্রেম করত। পরে ভাগসে।
অহন লগে একটা মুরগীর বাচ্চা রাখি। পকেটে লয়া রিস্কা চালাই। ২-৩ টাকার খুদ মুদ খায়, ভেজাল কম।
- রিক্সাওয়ালা মামা।।
--------------------------------------------------------------------------------
এক সমুদ্র ভালোবাসার পরেও যে মানুষটার থাকে অন্যের প্রতি ঝোঁক, সে মানুষটা আমার না হোক।।
ফেসবুক
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



