
জওয়ান মুক্তি পাবার আগে ঝনটু বাবু হুশিয়ারি দিয়েছিলেনঃ
এ বিষয়ে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু জানিয়েছেন, প্রযোজক সমিতির নিয়মে আগামী সপ্তাহে শাহরুখের ‘জওয়ান’সহ অন্য সিনেমা মুক্তি দেয়ার কোনো সুযোগ নেই।
ঝন্টু বলেন, ‘প্রযোজক সমিতির নিয়মে একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেয়ার সুযোগ নেই। সে হিসেবে আমি আর পরিচালক মুশফিকুর রহমান গুলজার আবেদন করেছিলাম। তাই আমার “সুজন মাঝি” আর মুশফিকুর রহমান গুলজারের “দুঃসাহসী খোকা” সিনেমা মুক্তি পাবে আগামী ৮ সেপ্টেম্বর। এই সপ্তাহে আর কোনো সিনেমা আসার সুযোগ নেই।’ তিনি আরও বলেন, ‘এরপরও যদি নিয়মের বাইরে গিয়ে জওয়ান বা তৃতীয় কোনো সিনেমা মুক্তি দেয়া হয়, তাহলে প্রযোজক সমিতির দায়িত্বে যারা আছেন, তাদের টেনেহিঁচড়ে রাস্তায় নামানো হবে।’
এদেশের বিনোদন ব্যাবস্থা কিভাবে মুষ্টিমেয় লোকের হাতে চলে গিয়েছিল এটা তার একটা বড় প্রমান । ইন্ডিয়ান ছবিতে নাখোশ কিন্তু হলিউডি ছবিতে দিলখোশ । স্বাধীনতার পরে আমি হলে বসে ইংলিশ মুভি দেখেছি অনেক । কেউ তখন বাধা দেয়নি । ৯৫ সালে এক সিনেমা হল মালিকের সাথে বসে গল্পের ফাকে একটি টেলিফোন আলাপ শুনে বেশ অবাক হয়ে তাকিয়ে রইলাম । একটি সিনেমা তৈরি হবে । তার জন্য প্রযোজক বা পরিচালক দেশের হল মালিকদের ঐ সিনেমাতে লগ্নি করার আহবান জানাচ্ছে । তারা নায়ক ও নায়িকার নাম বলে লগ্নি ফিক্স করছে । শর্ত ছবির প্রথম প্রিন্ট এদের দিতে হবে । বাংলাদেশের সব হল মালিক এভাবেই ছবিতে লগ্নি করে ব্যাবসা করে । এখন দিনকাল খারাপ যাচ্ছে তাই মনে হয় সবাই সাড়া দিচ্ছেনা এবং নতুন ছবিতে লগ্নি হচ্ছে না । এখন তারা মনে হয় ভারতীয় ছবির জন্য ডিসট্রিবিউটর এর সাথে লগ্নি করবে বা অগ্রিম দিয়ে বুকিং নেবে । কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে একজন পরিচালক কাউকে টেনে হিঁচড়ে রাস্তায় নামাতে চায় । এরকম অনেক ঝনটুঁর জন্য অনেক ক্ষেত্র আটকে আছে অনেক বিষয় ।
সরকারকে ধন্যবাদ যে তারা কালট সিস্টেমকে ভেঙ্গে দিয়েছেন ।
চ্যানেল ২৪ , ফেসবুক

সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



