
যখন বিশ্বজুড়ে কোভিড রোগীর সংখ্যা একরকম স্থিতিশীল আছে। পরবর্তী মহামারি, যা এমনকী কোভিড-১৯ এর চেয়েও মারাত্মক হতে পারে, তার জন্য বিশ্বকে প্রস্তুত রাখা দরকার। চীনে উত্তরাঞ্চলে শিশুদের মধ্যে ব্যাপক হারে এই শ্বাস কষ্টজনিত অজানা রোগ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে । ভারত তার শিশুদের ব্যাপারে যত্ন নিচ্ছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, জনস্বাস্থ্য বিষয়ক বৈশ্বিক জরুরি অবস্থার ইতি মানেই কোভিড-১৯ আর বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য হুমকি নয়, এমন নয়। আরেকটি ধরনের উদ্ভব এবং তার কারণে রোগ ও মৃত্যুর নতুন ঢেউয়ের ঝুঁকি রয়ে গেছে, নতুন আরেকটি রোগের আবির্ভাব এবং সেটির আরও মারাত্মক হওয়ার সম্ভাবনাও থেকেই যাচ্ছে। তিনি সব ধরনের স্বাস্থ্যগত জরুরি অবস্থা মোকাবেলায় কার্যকর বৈশ্বিক ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
চীনারা এই রোগ সম্পর্কে এর চেয়ে বেশী কিছু তথ্য দেয়নি ।
আমরা সাবধান থাকি এবং মাস্ক ব্যাবহার শুরু করি ।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



