
গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখরিয়া গ্রামে ঢাকা-ময়মনসিংহ রেললাইন কেটে নাশকতা করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা । খুব অল্পের অপর দিয়ে গেছে ঘটনাটি । রেললাইন কাটতে অক্সিঅ্যাসিটিলিনের ব্যবহার করেছে দুর্বৃত্তরা। অক্সিঅ্যাসিটিলিনের মাধ্যমে রেললাইন গলিয়ে দুর্বৃত্তরা এই নাশকতা করেছে। এরকম নাশকতা ঘটতে থাকলে মানুষের জীবনযাত্রা অস্থির , অচল হয়ে পড়বে । দেশের সার্বভৌমত্তের প্রতি হুমকি এই দুর্বৃত্তদের সন্ধান এখনো মেলেনি । অপেক্ষায় পুলিশ আর অন্যান্য এজেন্সিগুলোর গোপন তথ্যের ।
আপডেটঃ নীলফামারীতে রেললাইনের বেশ কিছু ফিশপ্লেট ক্লিপ খুলে ফেলেছে দুর্বৃত্তরা। তবে এলাকাবাসী বিষয়টি টের পাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চিলাহাটি-খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই এলাকায় রেললাইনের লোহালক্কর খোলার শব্দ শুনতে পাওয়া যায়। এগিয়ে গিয়ে একদল দুর্বৃত্তকে রেললাইনের ফিশপ্লেট ক্লিপ খুলতে দেখা গেলে লোকজন জোটবদ্ধ হয়ে ধাওয়া করে। এতে পালিয়ে যায় তারা। ঘটনার পর চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এ সময় ঘটনাস্থলে কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন। তারা বিভিন্নভাবে সংকেত দিতে থাকলে ট্রেনটি থেমে যায়। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।
বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন বলেন, ‘এলাকাবাসীর ধাওয়ায় দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে ৭২ পিস ফিশপ্লেট ক্লিপ উদ্ধার হয়। এরপর রেলের লোকজন এসে লাইন মেরামত করলে প্রায় দেড় ঘণ্টা পর খুলনার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।’
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



