টাঙ্গাইলের মধুপুরে আগামী ২৩ ফেব্রুয়ারি লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মধুপুর লালন সংঘ।
এর আগে ফকির লালন সাঁইজির ১৩৪তম তিরোধান বর্ষ উদযাপন উপলক্ষে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় লালন স্মরণোৎসব হেফাজতে ইসলামের আপত্তির মুখে বন্ধ হয়ে গিয়েছিল। আপত্তি জানিয়েছিল কওমি ওলামা পরিষদও।
সবুজ বলেন, 'আজ সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে এক সমঝোতা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, লালন স্মরণোৎসব হবে। হেফাজতে ইসলাম প্রতিশ্রুতি দিয়েছে অনুষ্ঠান আয়োজনে তারা কোনো বাধার সৃষ্টি করবে না। আমাদের সংগঠনের পক্ষ থেকেও বলা হয়েছে, কোনো ধরনের বিতর্কিত বক্তব্য দেওয়া হবে না এবং বিতর্কিত সংগীত পরিবেশন করা হবে না।'
'জনভোগান্তি এড়াতে মধুপুর বাসস্ট্যান্ডের পরিবর্তে মধুপুর অডিটোরিয়ামে আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে,' বলেন তিনি।
কার্যত ধর্মীয় মৌলবাদীরা জিতে গেলো লালন ইস্যুতে । ইউসুফ সরকার প্রায় নিস্ক্রিয় এ বিষয়ে । আগামিতে আরও নানা বিষয়ে ঠিক কি হবে তা পরিস্কার নয় । দেখুন বাংলা বছর নিয়ে কি ইস্যু সৃষ্টি করে মামুনুল জঙ্গিরা ।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৬