




ঝকঝকে হলঘরের খাবার টেবিল সাজানো ছিল ১ হাজার ৪৫২ পিস ছুরি–চামচ–তৈজসে। একেকজন অতিথির সামনে ছিল পাঁচ রকমের গ্লাস। খাবারের তালিকা ছিল ফরাসি ভাষায় লেখা। অতিথিদের কয়েক পদের ওয়াইন পরিবেশন করা হয়। বিশেষ আকর্ষণ ছিল ট্রান্স–আটলান্টিক হুইস্কি সাওয়ার ককটেল। এতে ছিল জনি ওয়াকার, কমলার জেলি, পেকান ফোম আর টোস্ট করা মার্শমেলোর অনন্য মিশ্রণ।
ভোজের শুরুতেই ছিল হ্যাম্পশায়ার ওয়াটারক্রেস প্যানা কোটা, সাথে পারমেজান শর্টব্রেড এবং কোয়েলের ডিমের সালাদ। মূল খাবার হিসেবে ছিল কুর্গেট মোড়ানো অর্গানিক নরফোক চিকেন ব্যালোটিন, সাথে টাইম এবং সেভোরি ইনফিউজড জু। খাবার পর মিষ্টিমুখের আয়োজনে ছিলো ভ্যানিলা আইসক্রিম বম্ব, সাথে কেন্টিশ রাস্পবেরি সোরবে, এবং লাইটলি পোচড ভিক্টোরিয়া প্লাম।
ট্রাম্প–মেলানিয়া ও চার্লস–ক্যামিলা দম্পতি ছাড়াও রাজকীয় এ নৈশভোজে ছিলেন ট্রাম্প–কন্যা টিফানি। ছিলেন প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। ছিলেন রাজা তৃতীয় চার্লসের বোন প্রিন্সেস অ্যান।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



