
মোটা মাথার ক্রিয়েটিভ টিম আর অবিবেচক ব্যবসা-সংঘের ঈদসংযোজন আমাদের সন্তানদের জন্য 'cow গুরু' রচনা প্রতিযোগিতা। "cow গুরু" তে কি বুঝাতে চান, 'প্রাণ? ছোট ছোট বাচ্চারা সব কোরবানি নিয়ে রম্য রচনা লেখুক? বিষয়ের, দৃষ্টি আকর্ষণের এতই আকাল পড়েছে? 'কুরবানির তাৎপর্য', 'ত্যাগ', 'আল্লাহ্'র কাছে আত্মসমর্পণ' বিষয়গুলোর শিশুতোষ প্রতিশব্দ খুঁজে পাচ্ছেন না, নাকি? মূল্যবোধের যে মূলা ঝুলালেন তাতে তো এখনই গন্ধ ছড়াচ্ছে। যদি অত আগপাছ না ভেবেই এই আয়োজন করে থাকেন, তাহলে দয়া করে এবার ভাবুন। শিশুরা বড়দের মত অত অহেতুক হাসতে বা হাসাতে চায় না।ওরা জানতে চায়। "গরুর চারটি পা, দুটি কান ও একটি লেজের" চিরায়ত রীতিতে ওদের বেঁধে না রেখে শিশুকালের জগত চিনে নেয়ার প্রবল আকাঙ্খার কোমল জায়গাটিকে আর একটু উর্বর করার ক্ষেত্র তৈরী করুন। লোকে স্যালুট দিবে আর আমি তো এক পায়ে খাড়া।
আরেকটা কথা, আপনাদের হয়তো জানা নেই; কোরবানি দিতে সক্ষম গড়পড়তা মধ্যবিত্তের এই দেশে শিশুরা, শিশুদের মায়েরা কোরবানির ঈদে নতুন কাপড়ের বায়না করেনা, তারা বড়জোর বাবার সাথে গরুর হাটে যেতে চায় কিংবা একটি লাল গরু চায় বন্ধুদের সাথে মাঠে চড়িয়ে সৌখিন রাখাল হতে।
আপনাদের টার্গেট কাস্টমার কারা আপনারাই ভালো জানবেন। একজন বাবা হিসেবে আমি শুধু আমার ছেলেমেয়েদের এই বিজ্ঞাপন থেকে দূরে রাখতে চাই।
হাস্যকর বিজ্ঞাপনটির ভিডিও লিংক: https://youtu.be/DhlFfniFsz8
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



