প্রথমেই বলে রাখি --এই দেশের ষোলো কোটি মানুষের মত আমিও সাকিবের অনেক ভক্ত । আমরা বাংলাদেশীরা জাতিগত ভাবে যত গুলো আনন্দ পেয়েছি --এর মধ্য সাকিব একজন যিনি এই দেশের জনগণ কে অনেক আনন্দ দিয়েছে খেলা দিয়ে । অনেক সময় দেখা যায় সবচেয়ে কাছের মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয় । সাকিবের মত একজন প্লেয়ার এর নিকট থেকে মানুষ এই রকম কিছু আশা করেনি। টাকার জন্য এত কিছু ! কয়েক হাজার কোটি টাকার ও মানুষ আমাদের দেশে আছে । কয়জন তাদের কে চিনে বা কয়জন ই এদেরকে ভালবাসে । আজ সাকিব এত মানুষের ভালবাসা এভাবে ভুলে গেল । একবার ভুল করলে না হয় মনে হত যে ভুল একটা হয়ে গেছে । সে কিছু দিন পর পরই বিভিন্ন বাজে গঠনার সাথে আলোচনায় আসতেছে । একবার এক দর্শক autograph চাওয়াতে সাকিব তাকে মারলো । ক্যামেরা এর সামনে অশ্লীল অঙ্গ ভঙ্গি করলো । তার বউ কে কেও কিছু বলেছে এই জন্য নিজে গিয়ে মারতে শুরু করলো । কেন তাকে মারতে হবে কেন ? বাংলাদেশে সবার জন্য আইন এর প্রয়োগ না থাকলেও তো - সাকিব এর জন্য তো অবস্যই আছে । তাছাড়া সব দেশের সব প্লেয়ার এর বউ স্টেডিয়াম এ গিয়ে খেলা দেখে এই রকম গঠনা তো আর একটা গঠেনি। কেও কেও বলছে গোপন ইমেইল প্রকাশ করলো কে ? দেশ এবং দেশের মানুষের ভালবাসা উপেক্ষা করে যার মনের ভেতর এত স্বার্থপরতার কথা (লীগ খেলার জন্য দেশের হয়ে খেলবেনা ) জেগে ওঠতে পারে--শুধু তো মনে না মেইল করেও জানিয়ে দিয়েছে । তো তার এই মনের কথা টুকু দেশের মানুষ জানলো সমস্যা কোথায় । দেশের মানুষ বোঝতে পারল যার প্রতি মানুষ দুহাত তুলে দোয়া করে ।শিশু থেকে বৃদ্ধ সবাই সাকিবের জন্য দুহাত তুলে দোয়া করে । আমি এমন ও দেখেছি রোগী হাসপাতাল এর বেড এ শুয়ে সাকিবের জন্য দোয়া করছে । শুধু সাকিব খেলে বলে আমরা কলকাতা নাইট রাইডার যখন খেলে তখন নিজের দেশ খেলতেছে এই রকম মনে হয় ।তখন কলকাতার জন্য ও আমরা দোয়া করি । আমাদের দেশের অনেক লোক যারা পাকিস্তান ক্রিকেট টীম কে সাপোর্ট করে তারা একেবারেই ইন্ডিয়ান টীম কে পছন্দ করেনা । সেই মানুষ গুলারেও আমি কলকাতা কে সাপোর্ট করতে দেখেছি শুধু সাকিব খেলে বলে --এমন কি নাস্তিক কেও দোয়া করতে দেখেছি । এত এত মানুষের এমন অকৃতিম ভালবাসার কথা যে ভুলে গিয়ে এমন কথা বলতে পারে --তাকে আপনি কিভাবে ভালো বলতে পারেন? আমাদের দেশের উচ্চ্ছ পর্যায়ের কর্মকর্তাদের নীতি নিয়ে অনেক কথাই বলা যায় । কিন্তু সাকিব যা বলেছে এটা এই দেশের মানুষ কখনই ভাবতে পারেনি । আমরা অনেক বাঙালী জাতিকে দুষ দেই । অনেকে বলে থাকে আমরা যোগ্য লোক কে সম্মান দিতে জানিনা । হয়ত বা কথা ঠিক! যারা এই কথা বলেন তাদের সাথে আমিও একমত । বাঙালীর আরো একটা বৈশিষ্ট আমি যোগ করতে চাই সেটা হলো - আজ আমাদের ক্রিকেট বোর্ড যে পানিশমেন্ট দিয়েছে --এইটা যদি আর কোনদিন দেশ এই রকম একটা ভালো প্লেয়ার কে শাস্তি দিত তখন আপনি, আমি এবং আমরা বলতাম --'দেখো তাদের দেশের আইন কি কঠিন-কাওকেই ছাড় দেয় না -তারা উন্নত হবেনা তো কি আমরা হব ?' এখন আমাদের দেশে হয়েছে তো এই টা আমরা এখন বিভিন্ন ভাবে সমালোচনা করছি ।অনেকে আবেগ দিয়ে দেখছেন তো তাই এই রকম মনে হচ্ছে । আবেগ দিয়ে দেখলে নিরপেক্ষ ভাবে দেখা যায় না । একই অপরাধ অন্য একজন করলে আপনি যেভাবে দেখবেন আপনার সন্তান করলে এইভাবে দেখবেন না । আবেগ নিজের বিবেক কে টেম্পারিং করে । তাই আবেগ এর বাহিরে এসে দেখেন --তখন অন্য রকম লাগবে । যদি আজ তাকে মাপ করে দেয়া হয় --তারপর এই রকম গঠনা যখন আরো কয়েকজন প্লেয়ার করবে তখন আপনি কি করবেন? তবে ছয় মাস নিষিদ্ধ না করে যদি অর্থ দন্ডে দন্ডিত করত-তবে হয়ত ভালো ছিল । আমরা সাকিব কে হারাতে চাইনা। সাকিব কে আমরা অনেক ভালবাসি । এই ছয় মাস বসে থাকলে হয়ত সাকিবের পারফরমেন্স খারাপ ও হয়ে যেতে পারে । তাই যদি অর্থ দন্ড হত তবে হয়ত দুকূলই রক্ষা হত ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



