
কেউ যদি রাশিয়ার উপর টেক্ষা দিতে চায় তার জবাব দেয়ার বৈধ অধিকার আমাদের আছে।
হ্যা হতে পারে এটা মানব জাতি ও বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনবে।
কিন্তু আমিতো রাশিয়ার নাগরিক ও এই দেশের রাষ্ট্রপ্রধান। সেই বিশ্ব আমি কেন চাইবো যেখানে রাশিয়া নেই।
~পুতিন
২০১৮ সালে এক তথ্যচিত্রে
কেউ যদি বাহির থেকে এর মধ্যে নাক গলানোর কথা ভাবো সে তুমি যেই হও এমন এক পরিনতি তোমায় ভোগ করতে হবে যা ইতিহাসে কেউ কোন দিন করেনি।
রাশিয়া যদি না থাকে তবে এই দুনিয়ার দরকার টা কি ?
~পুতিন
ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে।
ন্যাটোর জালে ফেঁসে গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বোকা মানুষটি ন্যাটোর প্রতি ভরসা করে নিজেকে বাঘের সামনে ঠেলে দিয়েছে।
এখন ন্যাটোর নেতাবর্গ মজা দেখছে আর জেলেনস্কি জীবন নিয়ে দৌড়াচ্ছে!!
ন্যাটোর ২৭ দেশ মিলিয়ে যতগুলো পারমাণবিক বোমা আছে, রাশিয়ার একাই এর চেয়ে বেশি আছে।
যেভাবে ন্যাটো রাশিয়ার উপর অর্থনৈতিক ও ব্যাবসায়ীক অবরোধ বসাচ্ছে, রাশিয়া পারমাণবিক বোমার ব্যাবহার করবে না যে সে নিশ্চয়তা কেউ কি আদৌ দিতে পারবে?
যুদ্ধ মোটেও কাম্য নয় ।
যুদ্ধে কত শত মানুষের স্বপ্ন ধূলিসাত্ব হয়ে যায় সারাজীবনের জন্য।
সাথে ন্যাটো এর মতো মোড়ল দেশদের কোন জোট ও চাই না।
জোটবদ্ধ মোড়ল দেশ গুলোর কাছে ছোট ছোট দেশ গুলো বড় অসহায়।
যুদ্ধ নয়, শান্তি চাই।
সুন্দর পৃথিবীতে সবাই মিলে বাঁচতে চাই।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২২ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



