পহেলা বৈশাখে
লাল-পেড়ে সাদা শাড়িতে আবৃত
স্বপ্ন কন্যা তোমার সাথে
সাদা পাঞ্জাবি পড়ে ঘুড়ে বেড়াতে ।
ইচ্ছে করে
বসন্ত উৎসবে
কপালে লাল টিপ, খোঁপাতে গাঁদা ফুল
জড়ানো তোমার মায়াবী হাতে-
হাত রেখে পাশাপাশি দাড়াতে ।
ইচ্ছে করে
তোমার হলের সামনে বসে থাকি
হঠাৎ চমকে দেখি!
তুমি আছ সামনে দাড়িয়ে
আমার দিকে দুটি হাত বাড়িয়ে ।
ইচ্ছে করে
টিএসসি, আমতলাতে
গোঁধূলির আলো আঁধারিতে
তোমার অধর-গালে
আমার অধর ছুঁইয়ে দিতে ।
ইচ্ছে করে
ক্লাস-টিউটোরিয়ালের ফাঁকে
কলা ভবন, লেকচার থিয়েটারে
কোনো এক নির্জন কক্ষে
গল্প করি মাথা রেখে তোমার বক্ষে ।
ইচ্ছে করে
ছুটির দিনে তোমাকে নিয়ে
ঢাকা শহর ঘুড়ে বেড়াই
ফেরার পথে পুরান ঢাকা হতে
নান্না’র বিড়িয়ানি খাই ।
ইচ্ছে করে
ইচ্ছে মতন তোমাকে কাছে পেতে
ইচ্ছে করে একসাথে দুজনাতে
সুখ সমুদ্রে নামি সাঁতরাতে
পাখি ডাকা ভোর কিংবা গভীর রাতে ।
১৪ মার্চ ২০১১
ঢাকা বিশ্ববিদ্যালয় ।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ রাত ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



