সাগরের বুকে আছে যতো পানি
ভালোবাসি বন্ধু তোমায় ততোখানি
আকাশের মাঝে আছে যতো তাঁরা
মায়াবী ও রূপে এ মন ততোটা দিশেহারা ।
এভারেস্ট শৃঙ্গ যতোটা উঁচু
ভালোবাসার জন্য ঘুরতে পারি
আমি তার চেয়ে বেশি তোমার পিছু ।
প্রশান্ত মহাসাগর যতোটা গভীর
তোমার প্রতি আমার ভালোবাসা
ঠিক ততোটা সু-গভীর ।
সাহারা মরুভূমি যতোটা উত্তপ্ত
ভালোবাসা না পেলে তোমার
এ হৃদয়টা হবে আমার
ঠিক ততোখানি বিদগ্ধ ।
১৬ অক্টোবর ২০০৫
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



