প্রতি নিঃশ্বাসে দেখছো তুমি আমায়
দীর্ঘ নিঃশ্বাসে ভালোবাসা ব্যাকুলতায়
ভাবনা মেলে পাখা ক্লান্ত ধূলির
পথকে সাথি করে
আমি চেয়েছিগো সেই তোমায়
বর্নে বর্নে সুবর্না তুমি
একটি মাধবী রাত
ধোঁয়া ধোঁয়া ধোঁয়া
তুমি ছিলে আমার কামনায়
ও বিন্দু বিন্দু গড়া ভালোবাসার
পাহাড় গড়িয়ে
পেলাম তোমায় আমি
চুমু করি আকাশ এ সন্ধ্যায়
প্রতিমার ছবি ওহো প্রতিমার ছবি
চুপি চুপি চাওয়া চাই যে বড়
বুকে দুরু দুরু ভাবনা যে
নীলাম্বরীর নীলাভরন
লুকোচুরি করে তার মাঝে(২)
বর্নে বর্নে সুবর্না তুমি
একটি মাধবী রাত
ধোঁয়া ধোঁয়া ধোঁয়া
তুমি ছিলে আমার কামনায়
ও বিন্দু বিন্দু গড়া ভালোবাসার
পাহাড় গড়িয়ে
পেলাম তোমায় আমি
চুমু করি আকাশ এ সন্ধ্যায়
প্রতিমার ছবি ওহো প্রতিমার ছবি
সেই আদলে তোমার আগমন
প্রাণ তোলপাড় বারতা
মনোহরিনীর চঞ্চলতায়
ভেঙ্গেছে আমার স্তব্ধতা(২)
বর্নে বর্নে সুবর্না তুমি
একটি মাধবী রাত
ধোঁয়া ধোঁয়া ধোঁয়া
তুমি ছিলে আমার কামনায়
ও বিন্দু বিন্দু গড়া ভালোবাসার
পাহাড় গড়িয়ে
পেলাম তোমায় আমি
চুমু করি আকাশ এ সন্ধ্যায়
প্রতিমার ছবি ওহো প্রতিমার ছবি
প্রতি নিঃশ্বাসে দেখছো তুমি আমায়
দীর্ঘ নিঃশ্বাসে ভালোবাসা ব্যাকুলতায়
ভাবনা মেলে পাখা ক্লান্ত ধূলির
পথকে সাথি করে
আমি চেয়েছিগো সেই তোমায়
বর্নে বর্নে সুবর্না তুমি
একটি মাধবী রাত
ধোঁয়া ধোঁয়া ধোঁয়া
তুমি ছিলে আমার কামনায়
ও বিন্দু বিন্দু গড়া ভালোবাসার
পাহাড় গড়িয়ে
পেলাম তোমায় আমি
চুমু করি আকাশ এ সন্ধ্যায়
প্রতিমার ছবি ওহো প্রতিমার ছবি।
কন্ঠঃ আহমেদ ফজল করিম
কথাঃ আহমেদ ফজল করিম
ব্যান্ডঃ নোভা
গানটি শুনুন প্রতিমার ছবি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




