ওওও হরাণরে!
তুই অইলি তোর লাল কোত্তা।
হুনা মরিচের না-নি রোইদের গরমে ডুবি লাল অস
হিয়ার হরে হিল-হাডায় হিশি যাস
আবারি গোস্তর বিতরে গরম গরম হিরিত।
হরাণ কনজাগাত থায়? কইলজার বিতরে না তোর কোত্তার আতায়?
না তোগো বাইর হিছে খিরাখ্যাঁতে? না ব্যাক জাগাত?
হরাণ টোকাই কন্দায়! তুই আর আঁই থ্যাইকলে
হরাণ কন্দায় ন্যাই?
ছোডকালেই আমরা আসোল কতা কইছিঃ
"আলিফ বে তে সে
দাদার গামছা নিছে কে?
জ্বিম হে খে
টোকাই আনি দে"
ব্যান অইলে ক্যাউয়ায় কয়, আই লাব ইউ।
তঁর বুকের ওঁচেনিচে থ্যাইকতা দিও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




